X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মেধাপাচার হতো না: বীরেন শিকদার

জাবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৭, ১৮:৪৩আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৯:০৫

জাবির প্রশিক্ষণ কর্মশালা

 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ‘আমাদের দেশের মেধা বাইরে চলে যাচ্ছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মেধাপাচার হতো না। অনেক তরুণ যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বের হয় দেশে সে অনুযায়ী কাজের ক্ষেত্র পায় না। তাদের মেধার বিকাশ ঘটানোর মতো জায়গা আমরা এখনও তৈরি করতে পারিনি। প্রধানমন্ত্রী এগুলো নিয়ে ভাবছেন। সরকারের পরিকল্পনায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

বুধবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে ৫ম কর্ম সোপান পাটাতন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দক্ষ মানবসম্পদ গড়তে অ্যাডভান্সিং পাবলিক ইন্টারেস্ট ট্রাস্ট (এপিআইটি) ফাউন্ডেশন ‘আমরা’ কোম্পানিজ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় গতকাল মঙ্গলবার এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে  স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন কিংবা সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছেন এমন ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে।

কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তর যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ৪৮ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। প্রতিবছর ২২ লাখ মানুষ কর্মক্ষেত্রে যাচ্ছে। আর পাঁচ লাখ বিদেশে যাচ্ছে।’

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কর্মসোপান পাটাতনের প্রশিক্ষক নাজুমল আরেফিন।

এপিআইটি’র সদস্য সচিব সাবরিনা ইসলাম বলেন, ‘দেশের তরুণ সমাজ বিশেষ করে ‘ইয়ং বাংলা’ প্লাটফর্মের সদস্যদের সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা এপিআইটি’র অন্যতম উদ্দেশ্য। এই প্রশিক্ষণ কর্মশালা ‘শিক্ষা টু এমপ্লয়মেন্ট প্রোগ্রাম’ এর একটি অংশ।

আগামীকাল বৃহস্পতিবার কর্মশালার সমাপনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য কিবরিয়া কেয়া চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ