X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নিবন্ধনের ৭ মাসেও অনুষ্ঠিত হয়নি রাবির সমাবর্তন

রাবি প্রতিনিধি
২৫ জুলাই ২০১৭, ১৮:০৭আপডেট : ২৫ জুলাই ২০১৭, ২০:৫৩

দশম সমাবর্তন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দশম সমাবর্তনের নিবন্ধনের সাত মাস পেরিয়ে গেলেও সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। এতে নিবন্ধনকারী শিক্ষার্থীরা কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলছেন। শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধনের ফি বেশি থাকা সত্ত্বেও অনেক আশা নিয়ে নিবন্ধন করেছি, কিন্তু কর্তৃপক্ষের উদাসীনতা আমাদের আশাহত করছে।

২০১৬ সালের ৩ নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন শুরু হয়। নিবন্ধন চলে ৩০ নভেম্বর পর্যন্ত। পরে নিবন্ধনের সময় বাড়িয়ে ১০ ডিসেম্বর করা হয়। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারীরা এ সমাবর্তনে নিবন্ধনের সুযোগ পান। নিবন্ধন ফি ছিল তিন হাজার ৫৭০ টাকা। সমাবর্তনে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছে বলে আইসিটি সেন্টারের প্রশাসক সহযোগী অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা জানান।

তখন ২০১৬ সালের ২৪ ডিসেম্বর সমাবর্তনের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়। কিন্তু সমাবর্তন বক্তা ও প্রশাসনিক জটিলতা থাকায় তা অনুষ্ঠিত হয়নি। এরপর ২০১৭ সালের ১৯ মার্চ শেষ হয় উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন ও উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহানের মেয়াদ। এরপর চাপা পড়ে যায় সমাবর্তন আয়োজনের কার্যক্রম। প্রায় দুই মাস ফাঁকা থাকার পর ৭ মে উপাচার্য হিসেবে অধ্যাপক আব্দুস সোবহানকে নিয়োগ দেওয়া হয়। এরপর পেরিয়ে গেছে আরও দুই মাসেরও বেশি সময়। কিন্তু সমাবর্তন নিয়ে কোনও নতুন তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ।

সমাবর্তনে নিবন্ধন করা নাদিরা ইসলাম হতাশা ব্যক্ত করে বলেন, ‘আসলে আমি খুবই হতাশ। অনেক প্ল্যান ছিল যে সবাই মিলে যাবো, কত মজা হবে, কিন্তু এখন এটা নিয়ে আমার কোনও আশায় নাই বলা যায়! আদৌ এটা হবে কিনা, হলেও যেতে পারবো কিনা, চাকরি করি, শিডিউল মেলানো, ছুটি পাওয়া-অনেক ব্যাপার আছে। ওই সময় (২৪ ডিসেম্বর) হলে খুব ভালো হতো আরকি। তবে এখন এটা নিয়ে আর কোনও আশা দেখছি না যে, এটা অনুষ্ঠিত হবে।’

আরেক নিবন্ধনকারী অরূপ বলেন, ‘সমাবর্তনের তারিখ (২৪ ডিসেম্বর ২০১৬) ঘোষণার পর নিবন্ধন ফি বাড়ানোর জন্য আমরা আন্দোলন করেছিলাম। কিন্তু ফি কমানো হয়নি। যাহোক আমরা তারপরেও অনেক আশা নিয়ে নিবন্ধন করেছিলাম। কারণ, সমাবর্তন তো একবারই পাব। কিন্তু তারপরেও এভাবে যদি দেরি হয় তাহলে সেটি খারাপ লাগার বিষয়। শুনেছি, নতুন ভিসি-প্রোভিসি দায়িত্ব নিয়েছেন। তাই দ্রুত সমাবর্তন আয়োজন করতে, তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

নিবন্ধনকারী মুনমুন কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ তুলে বলেন, ‘প্রত্যেকটা শিক্ষার্থীদের কাছে সমাবর্তন স্বপ্নের মতো। মূল সনদ হাতে পাবো, সহপাঠীসহ অনেকের সঙ্গে আড্ডা দিতো পারবো। কিন্তু এতদিন পরেও সমাবর্তন হচ্ছে না, এটা খুবই বেদনাদায়ক। আমার মনে হয় কর্তৃপক্ষ অবহেলা করছে। তাই আশা করছি, দায়িত্বপ্রাপ্তরা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিবেন এবং আমাদের ক্যাম্পাস যাওয়ার সুযোগ করে দিবেন।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘সমাবর্তন আয়োজনের কাজ যখন শুরু হয়েছিল, তখন আমি দায়িত্বে ছিলাম না। আমি দায়িত্ব পাওয়ার পর প্রশাসনের বিভিন্ন পদ খালি থাকায় এখনও সমাবর্তন নিয়ে বসতে পারিনি। তবে সম্প্রতি নতুন প্রোভিসি নিয়োগ পেয়েছেন, খুব দ্রুত এ বিষয়ে নিয়ে আমরা সমাবর্তন কমিটির সঙ্গে বসবো।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা