X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সবস্তরকে সম্পৃক্ত করতে হবে: খুবি উপাচার্য

খুলনা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৩আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৬:৫৮

উচ্চশিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয়ের সবস্তরকে সম্পৃক্ত করতে হবে: খুবি উপাচার্য খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) লার্নিং অ্যান্ড এ্যাসেসমেন্ট সিস্টেম অব খুলনা ইউনিভার্সিটি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের স্মার্ট ক্লাস রুমে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আহমেদ আহসানুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে কলা ও মানবিক স্কুলের ডিন প্রফেসর ড. সাবিহা হক এবং এফএমআরটি ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. নাজমুল আহসান নিবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, ‘বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের শিক্ষার নিম্নস্তর থেকে উচ্চস্তর পর্যন্ত বিশ্ব পর্যায়ের গুণগতমান অর্জন করা দরকার। বিশ্বমান অর্জন ছাড়া প্রতিযোগিতায় আমরা ভালো করতে পারবো না।’ তিনি আরও বলেন,‘বর্তমান সরকার ৭/৮ বছর আগে বিষয়টি উপলব্ধি করে যা এর আগের কোনও সরকার করেনি। বর্তমান সরকার বিশ্ব ব্যাংকের কাছে থেকে লোন নিয়ে উচ্চশিক্ষার মানোন্নয়নে প্রথম বিশ্ববিদ্যালয় পর্যায়ে কাজ শুরু করে। বর্তমানে ইউজিসির মাধ্যমে হেকেপ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার মানোন্নয়নে গত ৪/৫ বছর ধরে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে আজ আমরা এক্ষেত্রে অগ্রসর অবস্থানে রয়েছি। প্রকৃতঅর্থে উচ্চশিক্ষার মানোন্নয়ন করতে হলে বিশ্ববিদ্যালয়ের সব স্তরকে সম্পৃক্ত করে সব স্তরেই মানোন্নয়ন করতে হবে।’

উপাচার্য বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি ও সিইটিএল এর মাধ্যমে সে প্রচেষ্টা অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানের ক্ষেত্রে যেসমস্ত সম্মানিত খণ্ডকালীন শিক্ষক পাঠদানের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরও উচ্চশিক্ষার মানোন্নয়নের বিভিন্ন বিষয়, পর্যায় ও পদ্ধতি অবহিত করার জন্যই এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে খণ্ডকালীন শিক্ষকরাও আমাদের উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রচেষ্টার সঙ্গে সম্পৃক্ত হলেন এবং তাদের লব্ধ অভিজ্ঞতা পাঠদানের ক্ষেত্রে কার্যকারি ভূমিকা রাখবে।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের অর্ধশতাধিক খণ্ডকালীন শিক্ষক অংশগ্রহণ করেন।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী