X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘অল্প সময়ে ইউল্যাব এগিয়েছে অনেক দূর’

সাদ্দিফ অভি
০২ অক্টোবর ২০১৭, ১৯:১১আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:১৩

‘অল্প সময়ে ইউল্যাব এগিয়েছে অনেক দূর’ ২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ১৩ বছর খুব অল্প সময়, এই সময়ে ইউল্যাব অনেক উন্নতি করেছে। লেখাপড়ার মান, গবেষণা সবদিক দিয়ে অনেক দূর এগিয়েছে, যা খুবই প্রশংসনীয়। সোমবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি আরও বলেন, ‘ ইউল্যাব সঠিক পথে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে তারা আরও উন্নতি করবেন এই আমার প্রত্যাশা’।

অনুষ্ঠানের শুরুতেই  ইউল্যাবের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং সাংসদ কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, ‘শুরুটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কিন্তু আমরা লিবারেল আর্টসকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে পেরেছি। এখানে শিক্ষার্থীরা মুক্তভাবে চিন্তা করতে পারে’। তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমাদের স্থায়ী ক্যাম্পাসের কাজ শুরু করতে যাচ্ছি, এ বিষয়ে সংশ্লিষ্টরা ইতিমধ্যেই কাজ শুরু করেছে’।

ইউল্যাব অডিটোরিয়ামে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান। তিনি বলেন, ইউল্যাব অতীতে ভালো ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও ভালো করবে এটা আমার বিশ্বাস। এখনও অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা ঠিকমত সিন্ডিকেটের মিটিং ঠিক মতো করেনা। আমরা এই সবগুলাকে এক জায়গায় করার চেষ্টা করছি। পাশাপাশি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং বাংলা ভাষা শেখানো বাধ্যতামূলক করেছি’। ‘অল্প সময়ে ইউল্যাব এগিয়েছে অনেক দূর’ এছাড়া ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং ইউল্যাব এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম ইউল্যাব প্রতিষ্ঠার ইতিহাসের উপর আলোকপাত করেন। এরপর ইউল্যাব সাংস্কৃতিক সংসদের পরিবেশনায় গান পরিবেশন করা হয়। সব শেষে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক জহিরুল হক সকলকে ধন্যবাদ জানিয়ে অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এরপর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এই আয়োজনে ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা এবং সাবেক উপাচার্য অধ্যাপক ইমরান রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জুডিথা ওলমাখার, ট্রেজারার, রেজিস্ট্রার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

             

 

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ