X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘ডুব’ নিয়ে ইউল্যাবে ফারুকী

ইউল্যাব প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ২১:৪৮আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ২১:৫৭

‘ডুব’ নিয়ে ইউল্যাবে ফারুকী আগামী ২৭ অক্টোবর দুই বাংলার পর্দায় মুক্তি পাচ্ছে আলোচিত চলচ্চিত্র ‘ডুব’। তাই এর মধ্যে প্রচারণার কাজ সেরে নিচ্ছেন ছবিটির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (২৩ অক্টোবর) তারই অংশ হিসেবে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘চলচ্চিত্রের শ্রমিক’ শীর্ষক এই অনুষ্ঠানে এসেছিলেন ডুবের পরিচালক ফারুকী। এসময় ডুবের কলাকুশলী ও ডুব চলচ্চিত্রের নায়িকা নুসরাত ইমরোজ তিশা এবং চিরকুট ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফারুকী শিক্ষার্থীদের সঙ্গে ডুব নিয়ে কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। এসময় ডুব চলচ্চিত্র কতোটা ব্যবসা সফল হবে শিক্ষার্থীদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ব্যবসা নিয়ে ভাবিনা। ব্যবসায় লাভের টাকার পরিমাণ কতো ডিজিটের হবে সেটা নিয়েও ভাবিনা। টাকা নিয়ে যারা ভাবে তারা কখনও নতুন কিছু করতে পারেনা। আর যারা ভাবে তারা সেফ অ্যান্ড সিকিওর রাস্তায় হাঁটে। আমি বারবার নতুন রাস্তায় হাঁটছি আর এদেশের তরুণরা আমি পাশে পাচ্ছি।’

‘ডুব’ নিয়ে ইউল্যাবে ফারুকী ডুব নিয়ে এতো পাবলিসিটি হওয়ার পরও ক্যাম্পাসে প্রচারণা কেন? এক শিক্ষার্থীর এমন প্রশ্নের জবাবে ফারুকী বলেন,‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ চলচ্চিত্র থেকে আমি ক্যাম্পাসে প্রচারণা শুরু করি। এর কারণ বলতে গেলে আমাকে আগে জানাতে হবে আজকের অবস্থানে নিয়ে এসেছে আসলে কারা?’ তিনি আরও বলেন, ‘তরুণদের সঙ্গে আমার একটা প্রশান্তির জায়গা আছে। সেই জায়গা থেকে ক্যাম্পাসে আসা।’

এরপর চিরকুট ব্যান্ডের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। ডুব ছবির প্রিমিয়ার শো ২৬ অক্টোবর কলকাতায় অনুষ্ঠিত হবে। কলকাতা প্রিমিয়ারে অংশ নেবেন ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নো মিত্র, মোস্তফা সরয়ার ফারুকী ও ছবির প্রযোজকরা। জানা গেছে, বাংলাদেশ-ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আমেরিকা, সিঙ্গাপুর, ইতালি ও ফ্রান্সে মুক্তি পাবে ডুব।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
রাজধানীতে খেলাফত মজলিসের বিক্ষোভ
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
প্রচণ্ড গরমে দই-ফলের এই ডেজার্ট বানিয়ে খান
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
গরুবোঝাই ভটভটির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
ইউক্রেনকে ৫৫০ কোটি ডলারের সহায়তা দেবে সুইজারল্যান্ড
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি