X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ভর্তি পরীক্ষায় প্রক্সি, জাবিতে আরও ৪ ভর্তিচ্ছু আটক

জাবি প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ২০:০৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ২০:২০

ভর্তি পরীক্ষায় প্রক্সি, জাবিতে আরও ৪ ভর্তিচ্ছু আটক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় প্রক্সি সহায়তা নেওয়ার অভিযোগে আরও চার ভর্তিচ্ছুকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে জালিয়াতিতে জড়িত সন্দেহে এক ভর্তিচ্ছুর বড় ভাইসহ দুজনকে আটক করা হয়েছে। সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় আটককৃত চার ভর্তিচ্ছুসহ ৬ জনকে আশুলিয়া পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভর্তি পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে আজ সোমবার সাক্ষাৎকারে নেওয়া হাতের লেখার গড়মিল থাকায় সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকদের কাছে ওই চার ভর্তিচ্ছুদের প্রক্সি দেওয়ার বিষয়টি নজরে আসে। 

আটককৃতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর থানার মুন্সীপাড়ার নিশাদ আহমেদ ও তার বড়ভাই নাঈমুর রহমান সরকার, রিজওয়ান আহমেদ, যশোরের ঝিকরগাছা থানার বাকুড়া গ্রামের আশরাফুজ্জামান নয়ন, গাজীপুরের জয়দেবপুর থানার মাহমুদুল বশির সৌরভ, নীলফামারীর সৈয়দপুর থানার হাতিখানা গ্রামের নাঈমুর রহমান।

প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন,‘আটককৃত চার ভর্তিচ্ছু বিভিন্ন অঙ্কের অর্থের বিনিময়ে প্রক্সি সহায়তা নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।’

প্রক্টর অফিস সূত্রে জানা যায়, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র নিশাদ আহমেদ আইন অনুষদের (এফ ইউনিট) ভর্তি পরীক্ষায় ৪৭তম অবস্থানে ছিল। জিজ্ঞাসাবাদে তিনি তিন লাখ টাকার বিনিময়ে প্রক্সি সহায়তা নেওয়ার কথা স্বীকার করেছেন। এসময় জালিয়াতিতে সহায়তার অভিযোগে তার বড়ভাই নাঈমুর রহমান সরকার এবং পরে জড়িত সন্দেহে নাঈমুর রহমানের বন্ধু রিজওয়ান আহমেদকেও আটক করা হয়।

একই দিন কলা ও মানবিকী অনুষদের (সি ইউনিট) মেধাতালিকায় ১৭তম স্থানে থাকা আশরাফুজ্জামান নয়নকে আটক করা হয়েছে। তিনি যশোর এম এম কলেজের অর্থনীতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী। এক লাখ টাকার বিনিময়ে তার বদলি হিসেবে অন্য একজন পরীক্ষায় অংশ নিয়েছিল বলেও তিনি স্বীকার করেছেন।

একই অভিযোগে বিজনেস স্টাডিজ অনুষদের (ই ইউনিট) ১৫২তম স্থানে থাকা গাজীপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র মাহমুদুল বশির সৌরভকে আটক করা হয়েছে। তিনি পাঁচ লাখ টাকার বিনিময়ে প্রক্সি সহায়তা নিয়েছিলেন।

একই ইউনিটের ১২৭তম স্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের ছাত্র নাঈমুর রহমানকে একই অভিযোগে আটক করা হয়। সুবির নামের এক শিক্ষার্থীর সঙ্গে ২ লাখ টাকার বিনিময়ে প্রক্সির চুক্তি করেছিলেন তিনি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই ) মো. লোকমান হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়ের করা অভিযোগে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। মামলা রুজু হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গতকাল রবিবার (১২ নভেম্বর) একই অভিযোগে মাহবুব হোসেন, ইমাম হোসেন, অমিত হাসান ও আশিকুল হাসান রবিন নামে বিভিন্ন অনুষদের চার ভর্তিচ্ছুকে আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আবু সৈয়দ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা