X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

শাবিতে সাংস্কৃতিক উৎসব ‘দ্বাবিংশের ঝংকার’ শুরু বুধবার

শাবি প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৭, ২০:৩৫আপডেট : ১৯ নভেম্বর ২০১৭, ২০:৪২

শাবিতে সাংস্কৃতিক উৎসব ‘দ্বাবিংশের ঝংকার’ শুরু বুধবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘শিকড়’ এর ২২তম প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে ৪ দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব দ্বাবিংশের ঝংকার আয়োজন করা হয়েছে। আগামী ২২ থেকে ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে চলবে এই উৎসব।

রবিবার (১৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উৎসবের আহ্বায়ক মো.মাসুম বিল্লাহ।

এসময় শাবি প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মনসুর, সহ-সভাপতি জাহিদ হাসান, সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফ সায়েম, শিকড়ের সভাপতি মেহরাব ইবনে নেওয়াজ, সহ-সভাপতি আসাদ উজ-জামান শ্রাবণ, সাধারণ সম্পাদক রাকেশ কুমার মণ্ডল ও সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

শিকড়ের সভাপতি মেহরাব ইবনে নেওয়াজ জানান, শিকড়ের নিজস্ব মঞ্চনাটক, সংগীত, নৃত্য ও আবৃত্তিসহ প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অভিনেত্রী ফেরদৌসী মজুমদার, অভিনয় শিল্পী ত্রপা মজুমদারের অভিনয়ের পাশাপশি ব্যান্ডদল ‘জলের গান’, বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের পরিবেশনা, মনিপুরী রাস নৃত্যও পরিবেশন করা হবে এই উৎসবে।

সাংস্কৃতিক উৎসবের প্রথম দিন ২২ নভেম্বর দুপুর ১টায় আনন্দ শোভাযাত্রা, রবীন্দ্র সংগীত শিল্পী এবং আনন্দলোক সিলেটের পরিচালনায় রানা কুমার সিনহার সংগীত পরিবেশনা এবং ব্যান্ডদল ‘জলের গান’ এর সংগীত পরিবেশনা করা হবে। দ্বিতীয় দিনে শিকড়ের নিজস্ব পরিবেশনায় সুমাইয়া বিনতে সেলিমের নির্দেশনায় আবদুল্লাহ আল মামুন এর রচনায় মঞ্চনাটক ‘মেরাজ ফকিরের মা’, তৃতীয় দিনে ঢাকার নাট্যদল ‘থিয়েটার’ এর পরিবেশনায় অভিনয়শিল্পী ত্রপা মজুমদারের নির্দেশনায় মঞ্চনাটক ‘মুক্তি’ অনুষ্ঠিত হবে। সাংস্কৃতিক উৎসবের শেষদিনে শিকড়ের নিজস্ব পরিবেশনা ‘এই নদী শেষে’, মণিপুরী রাসনৃত্য এবং বেঙ্গল পরম্পরা সংগীতালয় এর সংগীত পরিবেশনার আয়োজন করা হয়েছে।

সাংস্কৃতিক উৎসবের প্রতিটি শো সন্ধ্যা ৬টায় শুরু হবে বলে জানান সংগঠনের সাধারণ সম্পাদক রাকেশ কুমার মণ্ডল। অনুষ্ঠানের ১ম দিনের টিকেটের মূল্য ১০০টাকা, ৩য় ও ৪র্থ দিনের টিকিটের মূল্য আলাদাভাবে ৫০টাকা করে নির্ধারণ করা হয়েছে।টিকেট বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় শিকড়ের টেন্ট থেকে সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, ১৯৯৫ সালের ১৯ নভেম্বর ‘মুক্ত সংস্কৃতিতে গড়ে তুলি মানব বন্ধন’ এই স্লোগানকে সামনে রেখে ‘শিকড়’ সাংস্কৃতিক সংগঠনের যাত্রা শুরু করে। সংগঠনটি তার প্রতিষ্ঠার ২২ বছর অতিক্রম করে ২৩ বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে ধরে রাখায় প্রতিজ্ঞাবদ্ধ এই সংগঠনটি ‘দ্বাবিংশের ঝংকার’ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
রংপুর হাসপাতালে বাড়ছে হিট স্ট্রোকে আক্রান্ত রোগী, ৫ দিনে ২২ জনের মৃত্যু
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
তুর্কি মিডফিল্ডারের গোলে শিরোপার আরও কাছে রিয়াল মাদ্রিদ
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!