X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোল্ড মেডেল পেলেন জবির ৩ শিক্ষার্থী

জবি প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৯:৫১আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৯:৫৫

গোল্ড মেডেল পেলেন জবির ৩ শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের তিন শিক্ষার্থী পেলেন এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গোল্ড মেডেল অ্যাওয়ার্ড। বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনয়াতনে গণিত বিভাগের ৬ষ্ঠ ব্যাচের বিদায় এবং পুরস্কার বিতরণী অনুষ্টান থেকে তাদের এই পুরস্কার দেওয়া হয়।  

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। তিনি বলেন, ‘বিশ্বভ্রমাণ্ডকে বুঝতে হলে গণিতের সামগ্রিক বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে। শিক্ষার্থীদের মাঝ থেকে গণিতের ভয় দূর করতে হবে। বিজ্ঞানের ভাষাই হচ্ছে গণিত। তাই গণিতকে সর্বদা চর্চায় রাখতে হবে।’ তিনি আরও বলেন, ‘বিশ্বায়নের যুগে প্রতিযোগিতায় আমাদের টিকে থাকতে হলে গণিতের প্রতি আরও গুরুত্বারোপ করতে হবে। সেজন্য গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের স্বকীয়তা তুলে ধরতে হবে।’

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রেজাউল করিম অনুষ্টানে সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. দীপিকা রানী সরকার ও এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি এম নুরুল আলম বক্তব্য প্রদান করেন।  

অনুষ্ঠানে মাস্টার্স পর্যায়ে একজন এবং অনার্স পর্যায়ে দুজন শিক্ষার্থীকে গোল্ড মেডেল, নগদ পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া গণিত বিভাগের চারজন শিক্ষার্থী যারা ৩৬তম বিসিএস পরীক্ষায় মনোনয়ন পেয়েছেন তাদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্টানের দ্বিতীয় সেশনে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয় এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও বিভাগীয় শিক্ষার্থীদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের নির্বিঘ্ন প্রবেশাধিকার দাবি ডিআরইউর
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
বাগেরহাটে কৃষককে পিটিকে হত্যা
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
একসঙ্গে ৭৩ নেতাকে বহিষ্কার করলো বিএনপি
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
চীনে রুপা জিতে বিশ্বকাপে বাংলাদেশের সুকান্ত ও নয়ন
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন