X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

নোবিপ্রবি প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:০৫আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৬:১২

নোবিপ্রবিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সপ্তাহব্যাপী আয়োজিত বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০১৭) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সকালে ক্যাম্পাসে শোক র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলে অংশগ্রহণ করে। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এরপর শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি বলেন, ‘স্বাধীনতার ঊষা লগ্নে জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, সাংবাদিক, ডাক্তার ও দার্শনিকসহ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়। দখলদার পাকিস্তানিদের এদেশীয় দোসর রাজাকার-আলবদর ঘাতকরা রাতের অন্ধকারে মেতে ওঠে বুদ্ধিজীবী নিধনযজ্ঞে। এর মাধ্যমে তারা বাংলাদেশকে পঙ্গু করে দিতে চেয়েছিল। কিন্তু তাদের সে চেষ্টা সফল হয়নি। বাংলাদেশ আজ  বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে।’ উপাচার্যের বক্তব্য শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নোবিপ্রবিতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত এদিকে, শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দিনব্যাপী কর্মশালার আয়োজন করে নোবিপ্রবি রিসার্চ সেল ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। বিশ্ববিদ্যালয়ের হাজী মো. ইদ্রিস অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিলো ‘ওয়ার্কশপ অন সায়েন্টিফিক পেপার রাইটিং’। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। আর রিসোর্সপার্সন হিসেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম খালেদ হোসাইন ও নোবিপ্রবি রিসার্চ সেলের সহকারী পরিচালক ড. মোহাম্মদ আবদুল মোমিন সিদ্দিকী উপস্থিত ছিলেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন নোবিপ্রবি রিসার্চ সেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ বেলাল হোসাইন।

কর্মশালায় বক্তারা, গবেষণাপত্র কীভাবে জার্নালে লিখবে এবং এর সাইটেশন ও রেফারেন্স বিষয়ে করণীয় নির্ধারণে আলোচনা করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা