X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তিন বছর ধরে বন্ধ হাবিপ্রবির প্রধান দুই গেট

হাবিপ্রবি প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৮, ১৯:৫৩আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৩:৪৪

তিন বছর ধরে বন্ধ হাবিপ্রবির প্রধান দুই গেট ২০১৪ সালে দেশে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল বিবেচনায় ক্যাম্পাসের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হয়েছিল হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রধান দুই গেট। এরপর তিন বছর পেরিয়ে গেলেও সেই দুই গেট আর খোলেনি। শিক্ষার্থীরা বলছেন, বন্ধ একটি গেটের আশপাশের এলাকা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এছাড়া, অনেক শিক্ষার্থীকেই ঘুরপথে যাতায়াত করতে হয় ক্যাম্পাসে। তাই তারা অবিলম্বে গেট দু’টি চালুর দাবি জানালেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, গেট দু’টিতে নিয়োজিত করার মতো পর্যাপ্ত নিরাপত্তাকর্মী তাদের নেই।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে দেশের রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ রাখা হয় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি গেট ও একাডেমিক ভবন-২ সংলগ্ন বাশেরহাট গেট। গত তিন বছরে এই দুই গেট আর খোলেনি বলে জানান শিক্ষার্থীরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয়ে ওরিয়েন্টেশনের মতো বড় অনুষ্ঠানগুলোতেও বন্ধ ছিল গেট দু’টি। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখনও বন্ধ রয়েছে গেট দু’টি।

তিন বছর ধরে বন্ধ হাবিপ্রবির প্রধান দুই গেট শিক্ষার্থীরা জানান, এই গেট দিয়ে মূলত ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা যাতায়াত করতেন। এছাড়াও বেগম সুফিয়া কামাল ছাত্রী হল এবং ছেলেদের তাজউদ্দীন আহমেদ হল ও জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের জন্যও এই গেট দিয়ে যাতায়াত সুবিধাজনক। এই গেট বন্ধ থাকায় তাদের ঘুরপথে হেঁটে এসে ক্লাস করতে হয় বলে অভিযোগ শিক্ষার্থীদের।

শুধু তাই নয়, ভেটেরিনারি গেট বন্ধ থাকায় এবং পর্যাপ্ত আলোর অভাবে ওই গেটের আশপাশের এলাকা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের আখড়ায় পরিণত হয়েছে। প্রায়ই ওই এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটে বলেও জানা গেছে শিক্ষার্থীদের কাছে।

অন্যদিকে, একাডেমিক ভবন ২ সংলগ্ন গেটটি দিয়ে মূলত শেখ রাসেল হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীরা যাতায়াত করেন। কিন্তু গেটটি বন্ধ থাকায় তাদের গেটের পাশের ছোট একটি পকেট গেট গিয়ে যাতায়াত করতে হয়।

হাবিপ্রবি তাজউদ্দীন আহমেদ হলের শিক্ষার্থী রুবেল আহমেদ রাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গেট বন্ধ থাকায় খাওয়া ও অন্যান্য কাজের জন্য অনেক সময় নষ্ট হয়। গেট খোলা থাকলে শহরসহ অন্যান্য স্থানে যাতায়াত সহজ হতো।’

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, ‘গেটগুলো বন্ধ থাকায় এর আশপাশ অপরিষ্কার থাকে। এতে ক্যাম্পাসের সৌন্দর্যও নষ্ট হচ্ছে।’

তিন বছর ধরে বন্ধ হাবিপ্রবির প্রধান দুই গেট নাম না প্রকাশ করার শর্তে বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী বলেন, ‘ভেটেরিনারি গেট এলাকা সন্ধ্যার পর থেকেই অন্ধকার হয়ে যায়। সেখানে মাদক ব্যবসায়ীদের আনাগোনা শুরু হয়। মাদকসেবীরাও হয়তো ওই এলাকায় আড্ডা বসায়। কারণ ওই এলাকায় ছিনতাইয়ের বেশকিছু ঘটনা ঘটেছে। কিন্তু এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই। আমরা বারবার এসব বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানালেও তারা কোনও ব্যবস্থা নেয়নি।’

ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী সাদেক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের সব থেকে ভালো এবং সবচেয়ে সুন্দর গেট হলো ভেটেরিনারি গেট। এটা বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই আমাদের অনেক সমস্যা হচ্ছে। হঠাৎ খুব ক্ষুধা লাগলে খাওয়ার জন্য ঘুরে অনেকটা পথ যেতে হয়। আমাদের টাইট শিডিউল ক্লাসের ফাঁকে সেটা সম্ভব হয় না।’

গেট দুটি দীর্ঘদিন ধরে বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. খালেদ হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসে চাহিদার তুলনায় আনসার সদস্য কম। ফলে নিরাপত্তার বিষয় চিন্তা করে আপাতত ফটক দু’টি বন্ধ রাখা হয়েছে। পর্যাপ্ত আনসার নিয়োগ দেওয়া হলে ফটক দু’টি আবার চালু করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মু. আবুল কাসেম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামী একাডেমিক কাউন্সিল সভায় গেট দু’টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

/এমডিপি/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী