X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

মিরপুর বাংলা বিদ্যালয়ে কিশোর সম্মেলন অনুষ্ঠিত

হাসনাত নাঈম
২৫ জুন ২০১৮, ১৯:৫০আপডেট : ২৫ জুন ২০১৮, ১৯:৫১
image

মাদক ও বাল্যবিবাহ বিষয়ে কিশোরদের সচেতন করতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘কিশোর সম্মেলন।’ সোমবার (২৫ জুন) সকালে রাজধানীর মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ১২০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহযোগিতায় সম্মেলনটি আয়োজন করে মেরী স্টোপস বাংলাদেশ ও বাপসা।

মিরপুর বাংলা বিদ্যালয়ে কিশোর সম্মেলন অনুষ্ঠিত
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আশরাফুন্নেসা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের সিনিয়র অ্যাডভাইজার মুশফিকা জামান, পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপপরিচালক মির্জা কামরুন নাহার এবং মেরী স্টোপস বাংলাদেশের জিএম ইমরুল হাসান খান।
কিশোর সম্মেলনে কিশোর বয়সের বিভিন্ন শারীরিক ও মানসিক সময়ের পরিবর্তন, বাল্যবিবাহের ক্ষতিকর দিক, সাইবার অপরাধ বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় আশরাফুন্নেসা বলেন, ‘আমরা একটি সুন্দর সমাজ চাই। আর এই সুন্দর সমাজ গঠনের পেছনে যাদের সবচেয়ে বড় অবদান তারা হচ্ছে আজকের এই কিশোররা। কিন্তু কিশোর বয়সটা বিপদজনক। এ সময় যদি তাদের সঠিক পথ দেখানো যায়, তবে আমরা অবশ্যই সুন্দর একটা সমাজ পাবো। এই সময় তোমরা সিদ্ধান্ত নিতে ভুল করে থাকো। তাই এই সময় তোমাদের বাবা-মা, শিক্ষকের পরামর্শ অনুযায়ী চলা খুবই জরুরি।’
তিনি কিশোরদের মাদক থেকে দূরে থাকার পরামর্শও দেন।
মির্জা কামরুন নাহার বলেন, ‘কিশোর বয়সেই অনেক ধরনের ভুল হয়ে যেতে পারে। এ সময় তাই সতর্কতার বিকল্প নেই। নিজেদের যত্ন নিতে হবে। সবকিছু পরিবারের সঙ্গে আলোচনা করা জরুরি। তোমার বন্ধুদের যেন বাল্যবিবাহ না হয় সেদিকে খেয়াল রাখবে।’

মিরপুর বাংলা বিদ্যালয়ে কিশোর সম্মেলন অনুষ্ঠিত
মুসফিকা জামান বলেন, ‘আমরা নারী অধিকার নিয়ে কাজ করি। এই কাজ পুরুষের সাথে মিশে করতে হবে। নারীকে সহিংসতা, বাল্যবিবাহ, যৌন হয়রানী থেকে রক্ষা করতে পুরুষকেই হাত বাড়িয়ে দিতে হবে।’ ইমরুল হাসান খান বলেন, ‘তোমরা মাদককে সবসময় না করবে। এইডসের যেমন কোনও সমাধান নেই, তেমনি মাদকেরও কোনও সমাধান নেই।’
বাপসার প্রজেক্ট ম্যানেজার শামিমা আক্তার চৌধুরী একটি পাওয়ার পয়েন্ট প্রদর্শনীর মাধ্যমে কিশোরদের বয়ঃসন্ধিকালের বিভিন্ন সমস্যা ও তার করণীয় বিষয় তুলে ধরেন।
পুরো অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মেরী স্টোপস বাংলাদেশের নিরাপদ-২ এর টিম লিডার খালেদা ইয়াসমিন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ