X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ইবির পরিবর্তিত ভর্তি আবেদন শুরু

ইবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৫আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০০
image

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের পিছিয়ে যাওয়া ভর্তি আবেদন শুরু হয়েছে শনিবার (১৫ সেপ্টেম্বর)। চলবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ সূত্রটির সত্যতা নিশ্চিত করেছেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, আগামী ৪ থেকে ৭ নভেম্বর আসন্ন শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর ৩৩ টি বিভাগে মোট ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। এছাড়া এবার ভর্তি পরীক্ষা লিখিত ও এমসিকিউ এর সমন্বয়ে অনুষ্ঠিত হবে বলে বিষয়টি নিশ্চিত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।

১ জন আবেদনকারী একটি ইউনিটের জন্য শুধুমাত্র ১টি আবেদন করতে পারবে। তবে যোগ্যতা থাকলে একাধিক ইউনিটে আবেদন করা যাবে। আগামী ১৬ অক্টোবর থেকে ২৮ অক্টোবরের মধ্যে আবেদনকারীরা তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে।

কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষার নিয়ম পরিবর্তন করে ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ বছর ৫টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগের ভর্তি পরীক্ষা ৪টি ইউনিটে অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব ও ইসলামি শিক্ষা অনুষদভুক্ত ৩ বিভাগ, ‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত ৩টি বিভাগ। ‘সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ৬টি বিভাগ। এবং ‘ডি’ ইউনিটে অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ১১টি বিভাগ অন্তর্ভূক্ত করা হয়েছে।

ইউনিট প্রতি ফি ২০০ টাকা এবং ইউনিটে প্রতিটি বিভাগের জন্য আরও ১০০ টাকা করে জমা দিতে হবে। সে অনুযায়ী ‘এ’ ইউনিটে ৩ বিভাগের জন্য ৫০০ টাকা, ‘বি’ ইউনিটে ১৩টি বিভাগের জন্য ১৫০০ টাকা, ‘সি’ ইউনিটে ৬টি বিভাগে জন্য ৮০০ টাকা এবং ‘ডি’ ইউনিটে ১১টি বিভাগের জন্য ১ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সর্বশেষ বৈঠকে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে ‘বি’ ইউনিটেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে আল ফিকহ বিভাগে ভর্তিতে ৫০ শতাংশ মাদ্রাসা (দাখিল অথবা আলিম) ও ৫০ শতাংশ কলেজের শিক্ষার্থী থেকে নেওয়া হবে। এছাড়া আরবি ভাষা ও সাহিত্য বিভাগে ভর্তির ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে আরবি অথবা ইসলামিক স্টাডিজ কোর্স থাকতে হবে।

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd/admission) প্রকাশিত ভর্তি নির্দেশিকা ও নির্দেশিত ধাপসমূহ অনুসরণ করে আবেদন করতে হবে। ডাচবাংলা  মোবাইল ব্যাংকিং (রকেট) সেবার মাধ্যমে শিক্ষার্থীরা  ভর্তির  আবেদন করতে পারবে।   

/এনএ/
সম্পর্কিত
শীতের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা
ফুলেল শুভেচ্ছায় নতুন শিক্ষামন্ত্রীর ‘না’
ইবি সংশ্লিষ্টদের ফেসবুক পেজ নিবন্ধনের নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা