X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নোবিপ্রবি’র নতুন কোষাধ্যক্ষ হলেন ড. ফারুক

নোবিপ্রবি প্রতিনিধি
২২ অক্টোবর ২০১৮, ১৭:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৭:৩৮
image

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন। আজ (২২ অক্টোবর) সকালে তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। যোগদান উপলক্ষে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নোবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান। পরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটসমূহের পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতি ও অফিসার্স অ্যাসোসিয়েশনরে নেতৃবৃন্দের পক্ষ থেকে নবনিযুক্ত কোষাধ্যক্ষ মহোদয়কে শুভেচ্ছা জানানো হয়। এরপর উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামানসহ নতুন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বঙ্গবন্ধুর মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন।

নোবিপ্রবি’র নতুন কোষাধ্যক্ষ হলেন ড. ফারুক
আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইউছুফ মিঞা, আইআইটি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া, রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল্লাহ-আল মামুন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডাঃ মোখলেস উজ-জামান, হলসমূহের প্রভোস্টবৃন্দসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে এক সংক্ষিপ্ত বক্তৃতায মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় এ বিশ্ববিদ্যালয়কে অগ্রগামী হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন বক্তৃতায় নোবিপ্রবি পরিবারের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যেমন হৃদয় দিয়ে দেশকে ধারণ করেছেন, তেমনি আমাদের প্রত্যেকের উচিত হৃদয় দিয়ে এ বিশ্ববিদ্যালয়কে ধারণ করা।’
প্রসঙ্গত, প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন সিলেটের শাহজালাল  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির দুইবারের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি হলের প্রভোস্টসহ গুরুত্বপূর্ণ প্রসাশনিক দায়িত্ব পালন করেছেন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
বাংলাদেশ ব্যাংকে সংবাদকর্মীদের প্রবেশে বাধা: উদ্বিগ্ন টিআইবি
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
আপাতত গরমেই খেলতে হচ্ছে সাবিনা-সানজিদাদের
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর যুবরাজ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন