X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬

বাকৃবি প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ২০:৪১আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:৪৩

বাকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৬ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে। রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কামাল রঞ্জিত (কে. আর) মার্কেটে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কে. আর মার্কেটে বাকৃবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকিল আফতাব দুর্বার ও কয়েকজনসহ ছাত্রলীগের সদস্য রাশেদ খান মিলনের ওপর হামলা করে। হামলায় রাশেদের মাথা ও নাক ফেটে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদকে হেল্থ কেয়ার সেন্টারে পাঠায়। পরে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের অনুসারী ও বিদ্রোহী ছাত্রলীগ নেতা-কর্মীদের মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় তারা কিছু দোকান ভাংচুর করে। সংঘর্ষে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য তায়েফুর রহমান রিয়াদ, বাকৃবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুর এ আলম তপন, উপ-তথ্য ও গবেষণা সম্পাদক ইসতিয়াক ইউসুফ ঈশান, বাকৃবি ছাত্রলীগের সদস্য রাশেদ খান মিলন আহত হন। পরে রাশেদ ও রিয়াদকে ময়মনসিংহ মেডিকেল কলেজে পাঠানো হয়। এঘটনার জেরে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বাকৃবি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম তপন বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়। আমরা এঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটির বিলুপ্তি চাই।

বাকৃবি ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী  ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল  বলেন, কে আর মার্কেটে সংঘর্ষের ঘটনা ঘটছে জেনে আমরা তা শান্ত করতে যাই। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত বছর (২০১৮ সালে) ফেসবুকের স্টাটাসের জের ধরে সহ-সম্পাদক মো. সারোয়ার সুইটকে মারেন সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীরা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, বাকৃবি ছাত্রলীগের মধ্যে বিভেদ থাকাটা বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনোভাবেই সহ্য করবে না। সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ