behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

এসইউবি’র সাংবাদিকতা বিভাগের শিক্ষা সফর

স্টেট ইউনিভার্সিটি প্রতিনিধি১৯:২০, ফেব্রুয়ারি ২০, ২০১৬

বার্ষিক শিক্ষা সফর উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি শুক্রবার কুমিল্লার ময়নামতি শালবন বিহার ঘুরে এলো স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি)-এর জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ।

এই সফরে শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন জেসিএমএস বিভাগের উপদেষ্টা প্রফেসর রোবায়েত ফেরদৌস, অ্যাসিসটেন্ট প্রফেসর সজীব সরকার, সিনিয়র লেকচার আফরোজা সোমাসহ বিভাগটির শিক্ষকরা।

১৯ ফেব্রুয়ারি শুক্রবার সকালে রওয়ানা হয়ে শালবন বৌদ্ধ বিহারে পৌঁছে জাদুঘরসহ ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করেন শিক্ষার্থীরা। সেখানে বিহারটির ইতিহাসসহ বিভিন্ন পুরাতাত্ত্বিক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন বিভাগের শিক্ষকরা। বিহার দর্শনের পর সেখানে প্রীতিভোজ ও র‌্যাফেল ড্রও অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশ্যে ফিরে আসে সফরের দলটি।

/টিএন/

Ifad ad on bangla tribune

লাইভ

টপ