behind the news
Vision  ad on bangla Tribune

স্টামফোর্ডে ইংরেজি ভাষা কোর্সে ভর্তি চলছে

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রতিনিধি১৩:০৪, মার্চ ০৫, ২০১৬

বেসরকারি বিশ্ববিদ্যালয় স্টামফোর্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবে ইংরেজি ভাষা কোর্সে ভর্তি চলছে।
আগামী ১০ মার্চ থেকে ইংরেজি ভাষা কোর্সের ক্লাস শুরু হবে। এইচএসসি/ও লেভেল অথবা সমমানের সনদধারীরা এ কোর্সে ভর্তি হতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৮ হাজার ও বাইরের শিক্ষার্থীরা ৯ হাজার টাকায় এ কোর্সে অংশগ্রহণ করতে পারবেন।
কোর্সের আওতায় ইংরেজি ভাষার প্রাথমিক গ্রামার, অ্যাডভ্যান্স গ্রামার, সামাজিক, ব্যবসায়ীক ইংরেজি চর্চা, প্রেজেনটেশন, ইংরেজি শব্দ ভান্ডর বৃদ্ধি, ইংরেজি শব্দ উচ্চারণ এবং কথোপকথনের উপর ক্লাস নেওয়া হবে।
কোর্সে ভর্তি হতে আগ্রহীদের ৭৪৪, সাতমসজিদ রোড,(গ্রাউন্ড ফ্লোর) ধানমন্ডি অথবা ০১৭১৩০৮২৪০২, ০১৬৭৫৬৯৪৪৮২ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
এসি-এইচএম/এসএনএইচ

Global Brand  ad on Bangla Tribune

লাইভ

টপ