behind the news
Rehab ad on bangla tribune
Vision Led ad on bangla Tribune

স্ট্যামফোর্ডে ভর্তি পরীক্ষা ৮ এপ্রিল

স্ট্যামফোর্ড প্রতিনিধি১৬:৪৯, মার্চ ০৬, ২০১৬

বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সামার-২০১৬ সেশনে ভর্তি পরীক্ষা আগামী ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ওইদিন বিকেল ৩টায় ধানমন্ডি ক্যাম্পসে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার ফলাফল আগামী ১০ এপ্রিল বিকেল ৪টায় প্রকাশ করা হবে। আর আগমী ১২ এপ্রিল সকাল ১০টায় ধানমন্ডি ক্যাম্পসে উত্তীর্ণদের ভাইবা অনুষ্ঠিত হবে এবং ১৩ এপ্রিল বিকেলে ভাইভার ফলাফল প্রকাশ হবে।
সব পরীক্ষায় উওীর্ণ শিক্ষার্থীরা ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি হতে পারবেন। আর ২৩ এপ্রিল থেকে ক্লাস শুরু হবে।
এসি-এইচএম/এসএএনইচ

লাইভ

Nitol ad on bangla Tribune
টপ