behind the news
Rehab ad on bangla tribune
Vision Refrigerator ad on bangla Tribune

তনু হত্যার বিচার দাবিতে গণবিতে মোমবাতি প্রজ্জ্বলন

গণবি প্রতিনিধি১৬:৩৮, এপ্রিল ০৪, ২০১৬

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী আক্তার তনু হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত রবিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৮টায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
গণ বিশ্ববিদ্যালয়ে সুহৃদ সমাবেশ এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস) সদস্যরা।
এ সময় তারা এক মিনিট নিরবতা পালন করে এবং মোমবাতি প্রজ্জ্বলন করে তনু হত্যার অপরাধীদের সণাক্ত করে সুষ্ঠ বিচারের দাবি জানান।
সুহৃদ সমাবেশ, গণ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক তাজবিদুল ইসলাম বলেন, তনু হত্যার  সুষ্ঠ বিচার অবশ্যই হতে হবে। নইলে এ ধরণের ঘৃণ্যতম অপরাধের অপরাধীদের দমন করা সরকারের প্রতি কঠিন হয়ে পরবে।
/এসএনএইচ/

Ifad ad on bangla tribune

লাইভ

টপ