X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

‘মানুষ রুখে দাঁড়ালে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই পাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৬, ১৪:১৪আপডেট : ০২ জুলাই ২০১৬, ১৬:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষ রুখে দাঁড়ালে সন্ত্রাস ও জঙ্গিবাদ ঠাঁই পাবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এই ধরনের ঘটনা এটাই প্রথম উল্লেখ করে তিনি বলেন, ‘ভবিষ্যতে এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন না ঘটে সেটা আমরা চাই। যেখানে এই ধরনের অপরাধীরা থাকবে সেখানে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, আমরা মাত্র ১০ ঘণ্টার মধ্যে কমান্ডো অভিযানের মাধ্যমে জিম্মি সমস্যার সমাধান করেছি। সন্ত্রাসীদের খতম করেছি। ওইখানে যারা জঙ্গি সন্ত্রাসী ছিল তারা সবাই নিহত হয়েছে। আমরা ১৩ জনকে জীবিত উদ্ধার করেছি। তবে কয়েকজনকে বাঁচাতে পারিনি।'
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গুলশানে হোটেলে হামলাকারীদের কোনও ধর্ম নেই। এরা মুসলমান নয়। সন্ত্রাসই তাদের ধর্ম।

প্রধানমন্ত্রী বলেন, ‘এশার আজান দিয়েছে। তারা যাবে নামাজ পড়তে। কিন্তু তারা গেল খুন করতে। হত্যাকারীরা নিজেরাও বাঁচতে পারেনি। তাদের পরিবার কী পেল? যাক হামলাকারীদের আমরা কতল করতে পেরেছি।’

টেলিভিশন সম্প্রচারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘টেলিভিশনগুলো সব সম্প্রচার করছিল। বলা হচ্ছে র‌্যাব অভিযান চালাবে। র‌্যাব কোথায় কাপড় পরছে, কোথায় দাঁড়াচ্ছে সব দেখাচ্ছে। বিজিবির ঘটনায় যখন অভিযান চলেছে তখনও এই অবস্থা দেখেছি। কেনো তারা বোঝে না, তারা যে এসব দেখাচ্ছে অপরাধীরাও তো তা সব দেখছে। তারাও তো সতর্ক হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ওখানকার ইন্টারনেট, ভাইবার বন্ধ করতে হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমেরিকাতে এই ধরনের হামলার ঘটনায় কদিন আগে ৩০ জন মারা গেল। একটি লাশের ছবিও তারা মিডিয়াতে দেখায়নি। আর আমাদের দেশে ছবি দেখানোর জন্য কমপিটিশন পড়ে যায়।’

টেলিভিশনের মালিকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘কাল কারা কী করেছে সবই আমি জানি। এই প্রাইভেট টেলিভিশনের লাইসেন্স আমার দেওয়া। দিতেও যেমন পারি, নিতেও পারি। এটা ছেলে খেলা নয়। সবাইকে আরও সতর্ক হতে হবে।’ তিনি বলেন,‘টেলিভিশনগুলো জনসাধারণের সচেতনতা বাড়াতে প্রচারণা চালাতে পারে। যেন তরুণসমাজ বিপথগামী না হয়।’

পিএইচসি/এপিএইচ/

আরও পড়ুন:
কমান্ডো অভিযানে মাত্র ১০ ঘণ্টার মধ্যে গুলশানে জিম্মি সংকটের অবসান: প্রধানমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
থানচির দুর্গম পাহাড়ি পাড়ায় আগুন, নিয়ন্ত্রণে এনেছে বিজিবি
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
কোপা আমেরিকার প্রস্তুতিতে আর্জেন্টিনার দুই ম্যাচ
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
আরেকটু হলে ক্যারিয়ারই শেষ হয়ে যেতো ফাহিমের!
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব
বাণিজ্য মন্ত্রণালয়ে নতুন সচিব