X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১
সংসদে পেট্রোলিয়াম বিল পাস

তেলের দাম কমালেও বাজারে প্রভাব পড়েনি: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৬, ২১:৪৬আপডেট : ১৮ জুলাই ২০১৬, ২১:৪৬

সংসদ পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহনের সময়ে দুর্ঘটনার শাস্তির মাত্রা বাড়িয়ে সোমবার জাতীয় সংসদে পেট্রোলিয়াম বিল-২০১৬ পাস হয়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
এর আগে ১৯৩৪ সালের এ আইনটি সামরিক শাসনামলে (১৯৮৬ সালে) সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়। সেই অধ্যাদেশটি বাতিল করে নতুন আইন করতে বিলটি পাস করা হয়েছে।
বিলে বলা হয়েছে, পেট্রোলিয়াম আমদানি, মজুদ ও পরিবহনের সময়ে দুর্ঘটনা ঘটলে সেই সংবাদ কর্তৃপক্ষকে না জানালে ৬ মাস পর্যন্ত জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিদ্যমান আইনে সর্বোচ্চ ৩ মাস জেল বা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দূরে বিধান রয়েছে।
এদিকে বিল পাসের আগে সংসদ সদস্যদের সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা কালে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘জ্বালানি তেলের দাম কমানোর পরও বাজারে এর কোনও ইতিবাচক প্রভাব পড়েনি।’
এর আগে বেশ কয়েকজন বিলের ওপর আলোচনাকালে জ্বালানি তেলের দাম কমানো হবে কি না জানতে চান। তারা বলেন, সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশে সেই তুলনায় কমছে না।
নসরুল হামিদ জবাবে বলেন, ‘সরকার একদফা জ্বালানি তেলের দাম কমিয়েছে। কিন্তু বাজারে এর কোনও ইতিবাচক প্রভাব দেখা যায়নি। কোনও যানবাহনে ভাড়া কমানো হয়নি। তেল পরিবহনের কার্গো ভাড়াও কমেনি।’

সরকার আবারও দাম কমানোর ভাবনা থেকে সরে আসেনি জানিয়ে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘তেলের দাম কমানোর বিষয়টি সরকারের চিন্তার মধ্যে আছে। তবে দাম কমালে বাজারে কী ধরনের প্রভাব পড়ে সেটা বোঝার চেষ্টা করছি।’

এর আগে গত ২৪ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম এক দফা কমায়। ওইদিন মধ্যরাত থেকে এটি কার্যকর হয়। এতে অকটেনের দাম ৯৯ টাকার স্থলে ৮৯ টাকা, পেট্রোলের দাম ৯৬ টাকা থেকে কমিয়ে ৮৬ টাকা এবং কেরোসিন ও ডিজেলের দাম ৬৮ টাকার স্থলে ৬৫ টাকা নির্ধারণ করা হয়।


/ইএইচএস/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলিউডের প্রস্তাব ফিরিয়ে দিলেন ক্যাটরিনা!
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
হলও ছাড়েননি আন্দোলনেও নামেননি চুয়েটের শিক্ষার্থীরা
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে: প্রধানমন্ত্রী
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
মারা গেলো গাজায় নিহত মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া শিশুটি
সর্বাধিক পঠিত
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!