X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

নিখোঁজ তরুণদের নিয়ে চুপ থাকার পরামর্শ জঙ্গি পাতায়!

উদিসা ইসলাম
২০ জুলাই ২০১৬, ২০:২৭আপডেট : ২১ জুলাই ২০১৬, ১১:১১

জঙ্গি তৎপরতার একটি ফেসবুক পেজ নিখোঁজ তরুণদের বিষয়ে কোনও কথা না বলতে ফেসবুকে পরামর্শ দেওয়া হচ্ছে। জঙ্গিদের পরিচালিত পেজে অনুসারীদের পরামর্শ দিয়ে বলা হচ্ছে, ‘যেসব ভাই বাড়ি ছেড়ে চলে গেছেন এবং আপনারা যদি ধারণা করতে পারেন তিনি জিহাদের জন্য গেছেন, তবে তার ব্যাপারে নীরব থাকুন।’

গুলশান আর্টিজান রেস্তোরাঁ ও শোলাকিয়ায় হামলার পর জড়িত তরুণদের নিখোঁজ থাকার বিষয়টি সামনে আসে। এর পরই যখন নানাভাবে নিখোঁজ তরুণদের নাম ও ছবি প্রকাশ করা হচ্ছে, ঠিক তখনই ফেসবুকে জঙ্গিপাতাগুলোয় এদের নিয়ে কোনও কথা না বলার পরামর্শ প্রচার করা হচ্ছে। এছাড়া ব্লগ, অনলাইন ব্যবহারে সতর্ক থাকার পরামর্শও দিচ্ছে আনসার আল ইসলাম। পাশাপাশি তাদের ফেসবুক পেজে সম্মেলন করে নানা বিষয়ে প্রশ্ন-উত্তর পর্বও পরিচালনা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নানা মনিটরিংয়ের কথা বললেও এ ধরনের কোনও কার্যক্রমই থামানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন গবেষকরা।

সালাউদ্দিনের ঘোড়া সালাউদ্দিনের ঘোড়া, তোহফা মিডিয়া তাদের ওয়ার্ডপ্রেসের ব্লগে, ফেসবুকের পেজে হাজির করছে তাদের প্রতিদিনের কার্যক্রম। ১৭ জুলাই নিজেদের পেজে নিখোঁজদের বিষয়ে পরামর্শ দিয়ে তারা লিখেছে, যেসব ভাই বাড়ি ছেড়ে চলে গেছেন এবং আপনারা যদি ধারণা করতে পারেন তিনি জিহাদের জন্য গেছেন, তবে তার ব্যাপারে নীরব থাকুন। কারণ আমরা ইংল্যান্ডে দেখেছি, এক ভাই সিরিয়াতে জিহাদে গিয়েছিলেন, তখন তার মা ছেলেকে না পেয়ে পুলিশের কাছে খোঁজ চান এবং নিখোঁজ হওয়ার অভিযোগ করেন। কিন্তু কয়েক বছর পর সেই ভাই জিহাদ করে বাড়ি ফিরে আসেন এবং তখন তাকে পুলিশ ধরে নিয়ে গিয়ে সন্ত্রাসী হিসাবে জেলে পুরে দেয়। অর্থাৎ সেই মা যে জন্য তার ছেলেকে ফিরে পেতে চেয়েছিলেন তা বিফলে গেছে। তার ছেলে এখন জেলে বন্দি রয়েছে।
তাদের পাতায় আওয়ামী লীগ বিরোধী প্রচারণাও চলছে দেদারসে। একটি পোস্টে লেখা, তাগুত যত বেশি জনগণকে চেপে ধরবে আমাদের দাওয়াহ ততো সহজে জনগণের কাছে তুলে ধরা যাবে... কেননা এদেশের জনগণের ৯৫ শতাংশ যে কোনও মূল্যে আওয়ামী লীগের পতন চায়... তাই, আবারও বলছি, হাসিনার জঙ্গিবিরোধী কার্যক্রমকে নস্যাৎ করতে চূড়ান্ত নিরাপত্তা নেওয়ার পাশাপাশি আম-ভাবে এই কার্যক্রমের ফলে সাধারণের ওপর আসন্ন জুলুম ও নিপীড়নের বাস্তবতা সহজ ও বিশদাকারে তুলে ধরা জরুরি... যার যার অবস্থান থেকে... এবং এর জন্য এখনই সর্বোৎকৃষ্ট সময়।
তারা মনে করে, এখন জিহাদ প্রাসঙ্গিক। আল-কায়েদা প্রাসঙ্গিক। হারবি হত্যা প্রাসঙ্গিক... সাধারণের আগ্রহ যখন তুঙ্গে, সে সময় যদি আপনি তাদের খোরাক না মেটাতে পারেন তাহলে আর কবে? তাই এখনই এ বিষয়কে সামনে রেখে আমাদের বুকলেট, লিফলেট, আম-বয়ান, ভিডিও, পোস্টারিং (নিরাপত্তা বজায় রেখে)– ইত্যাদি যা যা সম্ভব সবই করা উচিৎ।

চলছে ঘোষণা দিয়ে সম্মেলন চলছে অনলাইন সম্মেলন:

অনলাইনে ঘোষণা দিয়ে সম্মেলনের ব্যবস্থা করা হচ্ছে। সম্প্রতি ‘সালাউদ্দিনের ঘোড়া’ পেজ থেকে সরাসরি আইএসের বিষয়ে প্রশ্নত্তোর পর্ব আয়োজন করা হয়। মোহাম্মদ বিন আব্দুল্লাহ সেখানে পাকিস্তান বা আফগিন্তানে যাওয়ার পথ জানতে চায়। কেউ কেউ ‘মুজাহিদ ভাই এবং জিহাদি কাজের জন্য সাহায্য করতে চাই’ বলে উল্লেখ করলে এগুলো ‘অভ্যন্তরীণ বিষয়’, ‘পরে জানানো হবে’ উত্তর দেওয়া হয়।
অনলাইন ব্যবহারে কেন সতর্ক হতে হবে তাদের, কীভাবে তাদের নিজেদের নেটওয়ার্ক ব্যবহার করতে হবে তা নিয়ে নানা পোস্টে ছেয়ে গেছে পাতা। পর্যবেক্ষণে দেখা গেছে, গুলশান হামলার পর পেজটিতে বেশি পোস্ট দেওয়া হয়েছে।
তারা এত নিরাপদে দেশবিরোধী পোস্ট কিভাবে দিয়ে যাচ্ছে এবং এগুলো ঠেকাতে করণীয় জানতে চাইলে জঙ্গিবাদ নিয়ে গবেষণা করা নির্ঝর মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ধরনের প্রচারণা বন্ধ করার প্রথম পদক্ষেপ হলো- এ ধরনের সব পেজ, প্রোফাইল এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলো সুনির্দিষ্ট মনিটরিং মেকানিজমের আওতায় আনা। এগুলো নিয়মিত বন্ধ করা হলেও আবার চালু হয়ে যায় এবং অনেক সাধারণ মানুষ, যারা জঙ্গিবাদের দিকে ঝুঁকছে, তারা লাইক, কমেন্ট বা শেয়ার করে।’
তিনি আরও বলেন, ‘সংশ্লিষ্টদের আইনের আওতায় নিয়ে শাস্তি প্রদান জরুরি। জঙ্গিদের নির্দিষ্ট কিছু ট্যাগ এবং কি-ওয়ার্ড আছে। সেগুলো কোথায় ব্যবহৃত হচ্ছে, সেটা নজরদারি করা গেলে এই কাজটা অনেকাংশে সহজ হয়ে যাবে।’
এ বিষয়ে যথেষ্ট মনিটরিং আছে উল্লেখ করে পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘আমরা সতর্ক। দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।’

/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
আশরাফুলের হ্যাটট্রিকে আবাহনীর টানা ৮ জয়
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
ভিকারুননিসায় জালিয়াতি করে আরও ৩৬ ছাত্রী ভর্তির তথ্য ফাঁস
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!