X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় যুদ্ধে নিহত জিলানী বিডিআর বিদ্রোহে মারা যাওয়া কর্নেল মশিউরের ছেলে

উদিসা ইসলাম
২০ জুলাই ২০১৬, ১৭:২৯আপডেট : ২০ জুলাই ২০১৬, ২১:৫২

মঙ্গলবার রাতে র‌্যাবের সরবরাহকৃত ২৬২ নিখোঁজ ব্যক্তির নামের তালিকায় ২৬১তম নামটি জিলানী ওরফে আবু জান্দাল। সে সিরিয়ায় যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে। আইএস -এর পত্রিকা দাবিক এর দাবি, সে (জিলানী) আবু জান্দাল আল বাঙালি। জিলানীর বাবা কর্নেল মশিউর বিডিআর বিদ্রোহের সময় নিহত হন বলে সূত্র নিশ্চিত করেছে।

জিলানী

রাজধানীর গুলশান হামলায় জড়িত সন্দেহে এক তরুণীসহ চারজনের ছবি প্রকাশের প্রায় ১০ ঘণ্টা পর ২৬২ জন নিখোঁজের একটি  তালিকা প্রকাশ করেছে র‌্যাব, যেখানে জিলানীর নাম উল্লেখ আছে।ওই তালিকায় সারাদেশের নিখোঁজ ব্যক্তিদের ছবি, ঠিকানা ও সাধারণ ডায়েরির (জিডি) কথা উল্লেখ করা হয়েছে। বুধবার মধ্যরাতে র‌্যাবের ফেসবুক অফিসিয়াল পেজে এই তালিকাটি প্রকাশ করা হয়।  এই তালিকার ২৬১ নম্বরে থাকা জিলানী ইতোমধ্যে সিরিয়ায় নিহত হয়েছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক জঙ্গিবাদ নিয়ে কাজ করেন এমন একটি গবেষকদল কিছুদিন আগে জিলানীকে চিহ্নিত করতে পারেন। সেখানে দাবি করা হয়, জিলানী মিলিটারি ইন্সটিটিউশন অব সায়েন্স অ্যাণ্ড টেকনোলজিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর শিক্ষার্থী ছিল।

জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেট’ (আইএস)-এর হয়ে যুদ্ধ করতে ইতোমধ্যে সিরিয়া ও ইরাকে গেছেন ১৩ বাংলাদেশি। তাদের মধ্যে ডেসকোর কর্মকর্তা, এমআইএসটির সাবেক ছাত্র, মেরিন ইঞ্জিনিয়ার এবং চিকিৎসকও রয়েছেন। বাংলাদেশে আইএস নেটওয়ার্ক নিয়ে কাজ করতে গিয়ে গতবছর একটি গোয়েন্দা সংস্থা এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে।

জিলানীর বাল্যবন্ধু নাম প্রকাশ না করার শর্তে বলেন, তিনি তাকে শৈশব থেকেই চিনতেন। কারণ তাদের উভয়ের বাবা সেনাবাহিনীতে ছিলেন।

দাবিকের ১৪৩৭ রজব এর ১৪তম ইস্যুতে দাবি করা হয়, জিলানী বাংলাদেশ সেনা কর্মকর্তার সন্তান যিনি ‘বিডিআর বিদ্রোহের’ সময় নিহত হয়েছেন। সেই প্রবন্ধে বলা হচ্ছে, ‘জিলানী তার তরুণ বয়সের শেষ সময়ে আসল  ইসলামি ডাক পান, যখন তিনি শায়েখ আনোয়ার আল আওলাকির বক্তৃতা শুনতেন। যখন সিরিয়ায় খালিফা ঘোষণা দেওয়া হয়, সেই শুরুর সময়েই জিলানী তাওহিদ ও খলিফার বার্তা ছড়িয়ে দেওয়ার কাজ করতে শুরু করে। দাবিকের মতে, জিলানী যখন দেশ ছাড়তে চায়, তখন সে মধ্যপ্রাচ্যে একটি ইঞ্জিনিয়ারিং কনফারেন্সের নাম করে যাওয়ার পথ নিশ্চিত করতে চেয়ে বাধার সম্মুখীন হয়। কারণ, কলেজের ‘পাপের পরিবেশের’ কথা বলে সে ইতোমধ্যেই কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছিল। সে পরবর্তীতে একটি রেফারেন্স লেটার ও অর্থ সংগ্রহ করতে সমর্থ হন এবং সিরিয়ার পথে যাত্রা করেন।

র‌্যাবের তালিকায় জিলানীর নাম দাবিকের প্রতিবেদন মতে, যখন তার পরিবার জানতে পারে জিলানী মধ্য প্রাচ্যে কোনও সম্মেলনে যোগ দিতে যায়নি, তখন বাংলাদেশের একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত তার মামা জিলানীর সিরিয়া প্রবেশ না করার বিষয়ে চেষ্টা করেও ব্যর্থ হন।সিরিয়ায় অবস্থিত বাঙালি যোদ্ধাদের মধ্যে সে সবচেয়ে ছোট ছিল। পরবর্তীতে সে নিজেই প্রশিক্ষকের কাছে শহীদের যোগ্য হয়ে ওঠার অপারেশনে যোগ দেওয়ার অনুমতি চায়। আয়েন আল ইসলামের ঘাঁটিতে থেকে যুদ্ধে যোগ দেয়। সেখানকার সূত্র উল্লেখ করে দাবিক দাবি করছে, জিলানী যুদ্ধে থাকার সময় তার দেশের সহযোদ্ধা ও দেশে জিহাদের বিষয়ে সবসময়ই চিন্তিত থাকতো।

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ এরই মধ্যে গণমাধ্যমকে বলেন, নিখোঁজদের অনেকেই জঙ্গিগোষ্ঠীর সাথে সম্পৃক্ত হয়েছে। সূত্র বলছে, বাংলাদেশ থেকে যারা ইরাক ও সিরিয়া গেছেন তাদের মধ্যে রয়েছেন ডেসকোর কর্মকর্তা সোহান, মেরিন ইঞ্জিনিয়ার নজিবুল্লাহ আনসারী, এমআইএসটি-র সাবেক ছাত্র জিলানী। তা ছাড়া খিলগাঁওয়ের একজন চিকিৎসক সপরিবারে সিরিয়ায় পাড়ি জমান। যারা অধিকাংশ তুরস্ক হয়ে সিরিয়া ও ইরাকে যান।

গুলশান ও শোলাকিয়ায় হামলার পর জানা যায়, হামলাকারীরা দীর্ঘদিন ধরে পরিবার থেকে বাইরে গিয়ে নিখোঁজ ছিল। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পরিবারকে জানাতে অনুরোধ করে র‌্যাব ও পুলিশ। এই অনুরোধের পর সারাদেশে বিভিন্ন পরিবার তাদের নিখোঁজ সদস্যদের কথা উল্লেখ করে স্থানীয় থানায় জিডি করে।

/এপিএইচ/

আরও পড়ুন:
নিখোঁজ ২৬২ ব্যক্তির তালিকা প্রকাশ করল র‌্যাব

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন