পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন ২০১৬ -এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পার্বত্য আঞ্চলিক পরিষদের সুপারিশের ভিত্তিতে এটি করা হয়েছে।
এ আইন সংশোধনের মধ্য দিয়ে কমিশনের চেয়ারম্যানের ক্ষমতা কমেছে।
আগে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে কমিশনের কার্যক্রম পরিচালিত হতো। এখন সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সিদ্ধান্তই কমিশনের সিদ্ধান্ত বলে গণ্য হবে। এছাড়াও আগে কমিশনে সদস্য ছিলেন সাতজন।
এখন সদস্য সংখ্যা বেড়ে আটজন হয়েছে। আগে চেয়ারম্যানসহ তিনজন মিলে কোরাম হতো। এখন চারজন মিলে কোরাম হবে।
সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, এই আইনটির সংশোধন জরুরি ছিল বলে আপাতত অর্ডিন্যান্স আকারে চালু হবে। যখন সংসদ বসবে তখন আইনে পরিণত হবে। আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, সংশ্লিষ্ট তিন পার্বত্য জেলা সার্কেলের তিন রাজা, বিভাগীয় কমিশনার মিলে এই কমিশনের সদস্য হবেন। তিন পার্বত্য জেলা সার্কেল হলো- বান্দরবানের মং, রাঙামাটির চাকমা, খাগরাছড়িরর ত্রিপুরা।
শফিউল আলম আরও বলেন, পার্বত্য আঞ্চলিক পরিষদের দাবি অনুযায়ী এ আইন সংশোধন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ছোট বড় মিলিয়ে মোট ১২টি ধারায় পরিবর্তন এসেছে।
আরও পড়ুন:
গুলশান হামলার ১মাস: মূল হোতারা কোথায়?
গুলশান হামলা: একমাস ধরে জঙ্গিদের লাশ মর্গে
/এসআই/ বিটি/এপিএইচ/