X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কল্পনা চাকমা অপহরণ মামলায় চূড়ান্ত প্রতিবেদন

উদিসা ইসলাম
১৫ অক্টোবর ২০১৬, ২১:৫৪আপডেট : ১৫ অক্টোবর ২০১৬, ২২:১৬

কল্পনা চাকমা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী কল্পনা চাকমা অপহরণের বিশ বছর পর তদন্ত শেষের ঘোষণা দিয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। সাধারণত কোনও মামলার তদন্তে কিছু না পেলে ‘মামলাটি আর এগিয়ে নেওয়া যাচ্ছে না’ বলে যে প্রতিবেদন দেওয়া হয় সেটিকে মামলার ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন বলে।
তবে কল্পনা চাকমার স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধারা এই প্রতিবেদনকে প্রহসন উল্লেখ করে ‘নারাজি’ আবেদন জানাবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। তারা বলেন, ‘চোখের সামনে অপহরণ করে নিয়ে যাওয়া কল্পনা চাকমাকে উদ্ধার সম্ভব হয়নি বলে তদন্ত থামিয়ে দেওয়া অযৌক্তিক।’
বিশ বছর আগের ঘটনায় কল্পনার পরিবার বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সদস্যের বিরুদ্ধে অপহরণের অভিযোগ এনে মামলা করেছিলেন। কিন্তু ২০ বছর পার হওয়ার পর গত সেপ্টেম্বরে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। যেখানে তদন্তকারী কর্মকর্তার স্বাক্ষরসহ বলা আছে, ‘আমার তদন্তকালে ভিকটিমের অবস্থান নিশ্চিত না হওয়ায় তাহাকে উদ্ধার করা সম্ভব হয় নাই। এই লক্ষে বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ ছাড়াও বাদীর পক্ষে এবং এলাকার লোকজনদের সহায়তা কামনা এবং বিভিন্ন মাধ্যমে চেষ্টা করিয়াও ভিক্টিম কল্পনা চাকমাকে উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটন হয় নাই। বিধায় মামলা তদন্ত দীর্ঘায়িত না করিয়া বাঘাইছড়ি থানার চূড়ান্ত রিপোর্ট সত্য নং ০৩, তারিখ ৭/৯/২০১৬, ধারা ৩৬৪ দ: বি: বিজ্ঞ আদালতে দাখিল করিলাম। ভবিষ্যতে কল্পনা চাকমা সম্পর্কে কোনও তথ্য পাওয়া গেলে বা তাহাকে উদ্ধার করা সম্ভব হইলে যথানিয়মে মামলাটির তদন্ত পুনরুজ্জীবিত করা হইবে।’



ঘটনার সময় পার্বত্য চট্টগ্রামের হিল উইমেনস ফেডারেশনের অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন কল্পনা চাকমা। তার পরিবার বলছে, ১৯৯৬ সালের এই দিনে গভীর রাতে রাঙামাটির বাঘাইছড়িতে নিজের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিলো কল্পনা চাকমাকে। এরপর থেকে তার আর কোনও খোঁজ মেলেনি।

তার পরিবারের সদস্যরা জানান, ২০ বছর পরও এই ঘটনার বিচার না পাওয়ায় তারা অসহায় বোধ করছেন। কল্পনা চাকমার ভাই কালিন্দী কুমার চাকমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগের বারের মতো অধিকতর তদন্তেও চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হল। মামলাটি বন্ধেরও নানা প্রক্রিয়া শুরু হচ্ছে বলে শুনতে পাচ্ছি। আমরা শিগগিরই নারাজি আবেদন জানাব।’

মামলা ফাইলবন্দি করার তদন্ত প্রতিবেদন ঘটনার পর পরিবারের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিলো তার তদন্ত হয়েছে অনেকবার। তিন সদস্যের একটি কমিটি, পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডিসহ কয়েক দফায় তদন্ত করা হয়। কিন্তু শুরু থেকেই পরিবারের পক্ষ থেকে তদন্তে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছিল।

কল্পনা চাকমার রাজনৈতিক কর্মী ইলিরা দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এই প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। হুট করে এ ধরনের চূড়ান্ত প্রতিবেদন দেওয়াটা সন্দেহজনক। কল্পনা চাকমা ও তার জীবন ইতিহাস তার অপহরণের ঘটনা কোনও লুকানো বিষয় না। এটা সবার জানা। তারপরও এর সুষ্ঠু তদন্ত সম্পন্ন না হওয়াটা ক্ষোভের জন্ম দিয়েছে।’

মামলাটি রাঙামাটিতে তদারকি করছে মানবাধিকার সংস্থা ব্লাস্ট। সংস্থাটির পক্ষের আইনজীবী জুয়েল দেওয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কল্পনা চাকমার ভাই যিনি অপহরণের অন্যতম সাক্ষী তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনিসহ আমরা সিদ্ধান্ত নিবো আবারও তদন্ত শুরু করানো যায় কি করে।’

এমন চাঞ্চল্যকর একটি মামলায় এক মাস আগে দেওয়া প্রতিবেদন বিষয়ে জানতে এতদিন লাগলো কেন প্রশ্নে জুয়েল বলেন, ‘এটি একমাস আগের তারিখসহ স্বাক্ষরকৃত হলেও আমাদের জানা মানে, আদালতে দিন পনেরো আগে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনের সার্টিফাইড কপি হাতে না আসা পর্যন্ত আমরা কোনও সিদ্ধান্ত নিতে পারব না বলেও বিষয়টি সামনে আসেনি।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা