X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৩০ অক্টোবর থেকে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১৬:১৪আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১৭:৪১

৩০ অক্টোবর থেকে পেট্রোল পাম্পে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

 

আগামী ৩০ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলপাম্প ও ট্যাংকলরি মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সরকারি জমির ইজারা মাসুল বাড়ার সিদ্ধান্ত বাতিল, তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানো এবং পুলিশি হয়রানি বন্ধসহ ১২ দফা দাবিতে এই ধর্মঘটের ডাক দেয় সংগঠনটি। আদায়ের জন্য সরকারকে ১০ দিনের সময় দেওয়া হয়। বুধবার রাজধানীর দিলকুশায় পূর্বাণী হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক এ ঘোষণা দেন।

ঐক্যপরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক ও জনপথ অধিদফতরের জমির ইজারা মাসুল বাড়ার সিদ্ধান্ত বাতিল করা, ট্যাংকলরিকে পৃথক প্রতিষ্ঠান হিসেবে নতুন এসআরও জারি, তেল বিক্রির কমিশন ও ট্যাংকলরির ভাড়া বাড়ানো, ট্যাংকলরির শ্রমিকদের ৫ লাখ টাকার দুর্ঘটনা বীমা প্রণয়ন, ব্রিজগুলোতে ট্যাংকলরির টোল যৌক্তিকহারে নির্ধারণসহ ফেরিঘাট পারাপারে অগ্রাধিকার, বেসরকারি রিফাইনারি কর্তৃক বাজারে তেল বিক্রি বন্ধ করা, ট্যাংকলরির টার্মিনাল সংস্কার ও নতুন টার্মিনাল নির্মাণ, পেট্রোল পাম্প স্থাপনের নীতিমালা পুনর্বিন্যাস, ট্যাংকলরি চলাচলরত অবস্থায় পুলিশি হয়রানি বন্ধ করা।

ঐক্যপরিষদের আহ্বায়ক মোহাম্মদ নাজমুল হক বলেন, ‘দেশের জ্বালানি তেল ব্যবসায়ী ও ট্যাংকলরির শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য ২০০৯ সাল থেকে আমরা সরকারের সংশ্লিষ্ট মহলে দেনদরবার ও আন্দোলন করে আসছি। সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে ব্যর্থ হয়ে আমাদের দাবি আদায়ে বিগত বছরগুলোতে কয়েকবার ধর্মঘট কর্মসূচি ঘোষণা করতে হয়েছিল। যতবারই আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি, ততবারই সরকারের হস্তক্ষেপ ও আশ্বাসে তা স্থগিত হয়। কিন্তু বছরের পর বছর পার হলেও সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন নেই।’ তিনি বলেন, ‘সমস্যা সমাধানে সম্প্রতি সরকারের কাছে আমাদের ১২ দফা দাবি পেশ করেছি। জ্বালানি তেলের ভেজাল রোধে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছি। এসব বিষয়ে সরকার উদ্যোগ না নেওয়ায় গত ২৮ আগস্ট আমরা নয় ঘণ্টার প্রতিকি কর্মবিরতি পালন করি। এরপর ৪ সেপ্টেম্বর সমস্যা সমাধানে আমরা সরকারের কাছে আবারও আবেদন করি। এর পরিপ্রেক্ষিতে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করি। কিন্তু পরিতাপের বিষয় যে, ওই সভায় কোনও সিদ্ধান্ত ছাড়াই ২/১টি বিষয়ে আগের মত আশ্বাস দিয়ে প্রতিমন্ত্রী সভাকক্ষ ত্যাগ করেন। এমনকি সমস্যা ও দাবির বিষয় নিয়ে আমাদের বক্তব্য দেওয়ারও সুযোগ দেওয়া হয়নি।’

নাজমুল হক বলেন, ‘এ অবস্থায় আগামী দশ দিনের মধ্যে আমাদের সমস্যা সমাধানে ইতোপূর্বে সরকারের দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়নসহ পেশকৃত ১২ দফা দাবি পূরণের জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। না হলে ৩০ অক্টোবর রবিবার ভোর ছয়টা থেকে সারাদেশের সব পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য বিনিয়োগ ও শ্রম প্রদান থেকে বিরত থাকবেন। অর্থাৎ দাবি পূরণ না হওয়া পর্যন্ত ৩০ অক্টোবর থেকে দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাংকলরি বন্ধ থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. শাজাহান, মিজানুর রহমান রতন প্রমুখ।

/ওএফ/এসএনএইচ/টিএন/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত