X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ফেসবুকে আওয়ামী লীগের সম্মেলন

উদিসা ইসলাম
২২ অক্টোবর ২০১৬, ২১:০৮আপডেট : ২২ অক্টোবর ২০১৬, ২১:১৯

ফেসবুকে বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যান পাতা

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যাশা নিয়ে এগিয়ে চলা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে ফেসবুক ছিল সরগরম। সম্মেলনের আগে থেকেই প্রস্তুতি ও সম্মেলনের দিন সকাল থেকেই কর্মসূচির প্রতিটি বিষয় তুলে ধরা হয়েছে ওয়েবসাইট ও ফেসবুকে।

ওয়েবসাইট, সম্মেলনের জন্য নতুন ট্যাব খোলা হলেও সেখানে সারাদিনে ছবি আপলোড হয়নি

এমনকি ওয়েবসাইট আপ টু ডেট না থাকা নিয়ে বারবার সমালোচনার মুখে পড়লেও ২০তম জাতীয় সম্মেলন নিয়ে দলটির ওয়েবসাইটটিও আপ টু ডেট পাওয়া গিয়েছে। তবে ওয়েবসাইটের গ্যালারি অংশে ছবি খুঁজে পাওয়া যায়নি।

শনিবার সকালে সম্মেলন শুরু হওয়ার আগে থেকেই নানান আপডেটসহ ছোট ছোট লাইভ ক্লিপ নিজেদের আগ্রহেই নেতাকর্মীরা দিলেও সম্মেলন শুরুর পর তাদের অফিসিয়াল পেজে শুরু হয় মূল অনুষ্ঠানের লাইভস্ট্রিমিং। দলটির ওয়েবসাইটেও সম্মেলনস্থল থেকে সরাসরি প্রধানমন্ত্রীর বক্তৃতাসহ সব বিদেশি অতিথির খবর মুহুর্তেই দেখতে পেয়েছে সবাই।  

ফেসবুকে বিদেশীদের বক্তৃতা দেওয়া নিউজ শেয়ার হয়েছে ধারাবাহিকভাবে

২০০৮ সালে নির্বাচনী প্রচারণায় প্রথম ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আসে বর্তমান ক্ষমতাসীন দলটি। ক্ষমতায় আসীন হওয়ার পর তথ্য বাতায়ন থেকে শুরু করে বিভিন্নভাবে নেটওয়ার্কিং করে একটি জাতীয় তথ্যভাণ্ডার তৈরি করতেও সক্ষম হয় সরকার। কিন্তু শুরু থেকেই দলটির ওয়েবসাইট ও ফেসবুক পেজ নিয়মিত আপডেট না থাকা নিয়ে মৃদু সমালোচনায় পড়তে হয়েছে। কিন্তু এবারের সম্মেলন সফলভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে তারা।

দেওয়া হচ্ছে সচিত্র আপডেট

সম্মেলনে শুরু থেকেই অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে লাইভস্ট্রিমিং শুরু হয় এবং প্রতি আধা ঘণ্টায় বিবরণীসহ স্ট্যাটাসও দিতে দেখা গেছে। এদিকে প্রতিটি ইভেন্টের ছবি আপলোড করাও হয়েছে সময়মতো। ফলে দেশের বিভিন্নস্থান থেকে যেসব নেতাকর্মী সোহরাওয়ার্দী উদ্যানে যেতে পারেননি তারা বিচ্ছিন্ন মনে করেননি নিজেদের।

কেবল অফিসিয়াল পেজে না, ফেসবুক ব্যবহারকারীদেরও স্ট্যাটাস ভাবনাজুড়ে সম্মেলনকেই ঘুরে ফিরে আসতে দেখা গেছে। গণমাধ্যমগুলো দিনভর সম্মেলনকেই প্রধান খবরের জায়গায় রাখায় লিঙ্ক শেয়ারেও সম্মেলনের খবরই ছিল এগিয়ে। 

পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধনের ছবি, সঙ্গে সৈয়দ আশরাফের ভাষ্য

আওয়ামী লীগের ফেসবুক পেজে গিয়ে দেখা যায় (https://www.facebook.com/awamileague) লিঙ্কসহ বিভিন্ন পত্রিকা হাজির করা হয়েছে। এছাড়া নিজেদের উদ্যোগে লাইভ এখানেও হাজির ছিল। এছাড়া আরেকটি ভ্যারিফাইড পেজ(https://www.facebook.com/awamileague.1949/) থেকে কাউন্সিললাইভআপডেট নামে একটি হ্যাশট্যাগ খোলা হয়। এমনকি সম্মেলনের প্রথম দিন সন্ধ্যার কিছু আগে এই পেজ থেকে সাইড ইভেন্টও লাইভ করা হয়।

আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে দেখা গেছে সম্মেলন উপলক্ষে নতুন ট্যাগ খোলা হয়েছে। যেখানে গেলে আওয়ামী লীগের সংক্ষিপ্ত ইতিহাস, গ্যালারি, জার্নিসহ যোগাযোগের সব-ট্যাগ দেওয়া আছে। এই পেজে প্রায় দুই মিনিটের যে ভিডিওটা  আছে সেটা প্রস্তুতিমূলক একটি ভিডিও। এবং ইতিহাস অংশে ২০০৮ সাল পর্যন্ত আপডেট করা একটি সংক্ষিপ্ত ইতিহাসের বইয়ের পিডিএফ কপিও দেওয়া আছে।

সব মিলিয়ে সম্মেলন উপলক্ষে এবারের অনলাইন প্রস্তুতিকে যথেষ্ট বলে মনে করছেন নেতা-কর্মীরা। তাদের দাবি, যারা আসতে পারেননি, দূরে আছেন তাদের নিয়মিত আপডেট দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন।

/ইউআই/টিএন/আপ-এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ নিহত ২
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দীর মৃত্যু
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত