Vision  ad on bangla Tribune

১৩ ডিসেম্বর ঈদ-ই-মিলাদুন্নবী

বাংলা ট্রিবিউন রিপোর্ট২১:১১, নভেম্বর ৩০, ২০১৬

Eid-Miladul-Nabi১৩ ডিসেম্বর মঙ্গলবার  ঈদ-ই-মিলাদুন্নবী পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশের আকাশে  ১৪৩৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১ ডিসেম্বর পবিত্র সফর মাস ৩০ দিন পূর্ণ হবে। ২ ডিসেম্বর শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। এ প্রেক্ষিতে,  ১৩ ডিসেম্বর অর্থাৎ ১২ রবিউল আউয়াল  সারাদেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)  উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন  ধর্ম বিষয়ক মন্ত্রনালয়য়ের যুগ্মসচিব জাকির আহমেদ।
সভায় চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের  প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রি পরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মো. শাখাওয়াত হোসেন বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক মো. আবদুর রহমান, স্পারসোর সিএসও মোঃ শাহ আলম, ধর্ম সচিবের একান্ত সচিব মোঃ গোলাম মওলা, ওয়াকফ প্রশাসক ফয়েজ আহমেদ ভূঁইয়া, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতী এহসানুল হক, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মুফতী শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান  প্রমুখ উপস্থিত ছিলেন। 

/সিএ/এইচকে/

লাইভ

টপ