X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

তরুণদের প্রযুক্তির অপপ্রয়োগ নিয়েও সচেতন থাকতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৬, ২৩:৪৯

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম আজকের প্রযুক্তিনির্ভর যুগে তরুণদের প্রযুক্তি ব্যবহারে এগিয়ে থাকতে হবে। পাশাপাশি এর অপপ্রয়োগ নিয়েও সচেতন থাকতে হবে। বিশেষ করে সন্তানদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহার নিয়ে অভিভাবকদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের সমাজ ও সংস্কৃতির বাইরে যেন তারা না যায় তা খেয়াল রাখতে হবে। আমাদের সাংস্কৃতিক ও সামাজিক মূল্যবোধ অটুট রাখার দায়িত্ব অভিভাবকদেরকেই নিতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেছেন।
আজ রবিবার (৪ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে ‘সেন্টার ফর মেন অ্যান্ড ম্যাসকুলিনিটিজ স্টাডিজে’র ’ (সিএমএমএস) সহায়তায় ‘দ্য ক্যাম্পাস হিরো ক্যাফে’ শীর্ষক ফলিত গবেষণা প্রকল্পবিষয়ক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। একইসঙ্গে তিনি সারাদেশে সম্মিলিত উদ্যোগে নারী নির্যাতন প্রতিরোধমূলক সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাইখ ইমতিয়াজ প্রমুখ।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ সমাজকেই নেতৃত্ব দিতে হবে। শুধু শহরকেন্দ্রিক না হয়ে গ্রামে গ্রামে এ আন্দোলন ছড়িয়ে দিতে হবে।’
‘চ্যালেঞ্জার মামু’ ও ‘প্রিয় বাবা’ শীর্ষক দুটি অ্যাপসও অনুষ্ঠানে উদ্বোধন করেন প্রধান অতিথি মো. নাসিম। এর মধ্যে ‘প্রিয় বাবা’ অ্যাপসের মাধ্যমে অভিভাবকরা শিশু-যৌন নির্যাতন প্রতিরোধে বিভিন্ন দিক নির্দেশনার পাশাপাশি হেল্পলাইনে সহায়তা চাইতে পারবেন।
প্রসঙ্গত, নারী নির্যাতনের মূল কারণ খুঁজে বের করা এবং তার প্রতিরোধে পুরুষদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ‘ক্যাম্পাস হিরো ক্যাফে’ ফলিত গবেষণা চলছে। এতে পাবনা, রংপুর ও কক্সবাজারের ৩০টি স্কুল ও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সম্পৃক্ততার মাধ্যমে তাদের সঠিত তথ্য সরবরাহ করে যৌন, প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে এবং নারীর প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়নে সিএমএমএস ছাড়াও জাতিসংঘ যুবছাত্র সংস্থা ও প্রোমুন্ডো ইউএস সহায়তা করছে। আর্থিক পৃষ্ঠপোষকতা করছে এনডাব্লিউ অট্রো ও শেয়ার নেট।

/জেএ/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
সাফজয়ী ভাইয়ের সঙ্গে লড়াই, নেই কোনও ছাড়
বিয়ে না করানোয় মাকে হত্যা
বিয়ে না করানোয় মাকে হত্যা
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
ব্রাজিলের জার্সিতে এই বছরই শেষ মার্তার
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী