X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সন্ত্রাস দমনে আরও কঠোর হচ্ছে বাংলাদেশ-ভারত

রঞ্জন বসু, দিল্লি প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:১৬আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:১৮

বাংলাদেশ-ভারত বাংলাদেশ-ভারতের স্বরাষ্ট্র সচিবদের মধ্যে প্রতি বছর যে বৈঠক হয়ে থাকে, তাতে বছর দু’য়েক আগে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে সরাসরি বলা হয়েছিল, ‘আমরা আপাতত অনুপ চেটিয়াও ভুলে যেতে রাজি। আপনারা  যেভাবে পারুন, জাল নোট পাচার ঠেকান!’ আর এবার সোমবার (৫ ডিসেম্বর)  যখন দিল্লিতে আবার সেই বৈঠক শুরু হলো, অদ্ভুতভাবে জাল নোট আর কোনও ইস্যুই থাকলো না। এখন দু’দেশের যাবতীয় মনোযোগ পড়েছে সেই পুরনো ইস্যু জঙ্গি-সন্ত্রাস দমনেই। এ প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশে জেএমবি বা অন্য জঙ্গি সংগঠনগুলো বহুদিন ধরেই সীমান্তের দু’পারেই নেটওয়ার্ক বিস্তার করে তাদের কাজকর্ম চালাচ্ছিল। এখন তাদের নির্মূল করার লক্ষ্য নিয়ে দু’দেশের সরকার একযোগে সীমান্তের বাধাকে দূর করে ফেলতে চায়।’

দিল্লিতে দু’দিনব্যাপী অনুষ্ঠিত সোমবার প্রথম দিনের বৈঠক শেষে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘দু’দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও ব্যবস্থাপনা, নিরাপত্তাজনিত বিষয়গুলো উভয়পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে। পাশাপাশি  সীমান্তে বেআইনি কার্যকলাপ রোধে পারস্পরিক সহযোগিতা এবং সীমান্ত ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। কথাবার্তা হয়েছে খুবই আন্তরিক পরিবেশে। যা ছিল দু’দেশের মধ্যে অধিকতর সহযোগিতার পথ প্রশস্ত করার জন্য খুবই সহায়ক।’

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান ও  ভারতের স্বরাষ্ট্র সচিব রাজিব মেহরিশির নেতৃত্বে দুই দেশের প্রতিনিধি দল যখন সোমবার নর্থ ব্লকে মুখোমুখি বৈঠকে বসেন, তার কয়েক সপ্তাহ আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিল করার নাটকীয় সিদ্ধান্তটি ঘোষণা করে ফেলেছেন। তার জেরে গোটা দেশে অসংখ্য মানুষের টাকা তুলতে চরম ভোগান্তি হচ্ছে ঠিকই, কিন্তু বিদেশে ভারতের জাল নোটের কারবারিরা এখন রাতারাতি কর্মহীন!

ভারতীয় গোয়েন্দারা বিশ্বাস করেন, জাল নোটের উৎস হলো পাকিস্তান। বাংলাদেশকে এখানে একটি ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা হয় মাত্র। কারণ বাংলাদেশ-ভারত সীমান্তে এখনও বহু ফাঁকফোকর রয়ে গেছে। আর এই জাল নোট পাচারের সবচেয়ে বড় রুট হলো মালদা-চাঁপাই নবাবগঞ্জ সীমান্তের কাছে অবস্থিত ভারতের কালিয়াচক অঞ্চল।

এ প্রসঙ্গে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে জানায়, ‘এই কালিয়াচক রুটে গত কয়েক বছর ধরেই গড়ে কোটি টাকার জাল নোট ধরা পড়ে আসছে। পাচারের পরিমাণ বেশ কয়েকগুণ বেশি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণার পর গত চার সপ্তাহে বিএসএফের হাতে একটিও জাল নোটের চালান ধরা পড়েনি।’ ফলে স্বরাষ্ট্র সচিবদের বৈঠকের আলোচনায়ও আপাতত জাল নোটের পাচার ঠেকানো আর তেমন গুরুত্ব পাচ্ছে না। বরং গুলশানে জঙ্গি হামলার পর এই প্রথম দু’দেশের স্বরাষ্ট্র সচিবরা মুখোমুখি বৈঠকে বসছেন।  আর এবারের বৈঠকে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে সন্ত্রাসবাদ দমনে কিভাবে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো যায়।

এদিকে, গত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ-ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে তথ্য দেওয়া-নেওয়ার পরিমাণ  অনেক বেড়েছে। তারা অনেক ক্ষেত্রে পরস্পরের সঙ্গে রীতিমতো সমন্বয় রেখে যৌথ তদন্ত করছেন। এমনকি দু’পক্ষের মধ্যে ‘রিয়েল টাইম’ তথ্য বিনিময় প্রায় হচ্ছে। বাংলাদেশি গোয়েন্দারা ভারতে গিয়েও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে আসছেন। আবার ভারতীয় গোয়েন্দারাও একই উদ্দেশ্যে ঢাকা আসছেন নিয়মিত।

উল্লেখ্য, এর আগে ঢাকায় গত বছরের নভেম্বরে বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের শেষ বৈঠক হয়েছিল। মঙ্গলবার ( ৬ ডিসেম্বর) দিল্লির বৈঠকের দ্বিতীয় দিন শেষে দু’দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি দেওয়া হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

/এমএনএইচ/    

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা