X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বাল্যবিবাহ নিরোধ আইনে শাস্তির বিধানে কাজিদের আপত্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৬, ২১:০৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৬, ২১:১০

 

বাল্যবিয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কোনও দায় নিতে চাইছেন না কাজিরা। ‘জন্ম সনদের’ ওপর ভিত্তি করে যথারীতি বিবাহ কার্যক্রম চালিয়ে যেতে চান তারা। এই জন্ম সনদ ত্রুটিপূর্ণ হলে তার দায়দায়িত্ব সনদদাতা জনপ্রতিনিধিদেরই বহন করতে হবে বলে মনে করেন কাজিরা। এ কারণে বাল্যবিবাহ প্রতিরোধ আইনে বাল্যবিবাহ সংশ্লিষ্টদের ওপর শাস্তির বিধানের তীব্র আপত্তি জানিয়েছেন তারা।শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত ‘বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৬ ও বাস্তবতা’ শীর্ষক এক সেমিনারে তারা এ আপত্তি জানান।

সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মো. মামুনুর রশিদ এতে সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও ইসলামী ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর মিসবাহুর রহমান চৌধুরী।

সেমিনারে কাজিরা বলেন, নিকাহ্ রেজিস্ট্রশনের জন্য যে জন্ম সনদ দেওয়া হয়, তা স্থানীয় জনপ্রতিনিধিরা দিয়ে থাকেন। এখানে নিকাহ্ রেজিস্ট্রারের (কাজি) কোনও হাত নেই। জন্ম সনদ ত্রুটিপূর্ণ হলে তার দায় সনদ দাতাদেরই বহন করতে হবে। এরপরও আইনে নিকাহ্ রেজিস্ট্রারদের শাস্তি দেওয়ার বিষয়টি রহস্যজনক। কেননা কাজিরা সবসময় বাল্যবিবাহে ক্ষেত্রে অভিভাবকদের নিরুৎসাহিত করেন। সুতরাং প্রস্তাবিত এ আইন সংশোধন করতে হবে।

মিসবাহুর রহমান চৌধুরী বলেন, ‘জনপ্রতিনিধিরা বয়স প্রমাণের সনদ দেন। এর ওপর ভিত্তি করে কাজিরা বিয়ের ব্যবস্থা করেন। তবু কাজিদের সচেতন থাকতে হবে।’ তিনি বলেন, ‘অপরাধ করবে একজন, সাজা পাবেন অন্যজন, এটা হতে পারে না । যেহেতু জন্ম সনদ অথবা ছেলেমেয়ের বয়স প্রমাণের সঙ্গে কাজিদের সম্পৃক্ততা নেই, সেহেতু আইনে কাজিদের সাজার বিষয়টিও যথাযথ নয়।  সরকারের উচিত হবে নিকাহ্ রেজিস্ট্রারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে প্রয়োজনে প্রস্তাবিত আইনে সংশোধনী আনা।’

সেমিনারে প্রধান আলোচক  জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আহমদ আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল মিয়া, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশনের (আরজেএফ) চেয়াম্যান এসএম জহিরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব সাগর আহমেদ শাহীন।

বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কাজি সোলেমান চৌধুরী, সেমিনার উদযাপন কমিটির আহ্বায়ক সাবের আহমেদ (কাজী সাব্বির), সদস্য সচিব কাজি মোজাম্মেল হোসেন, চট্টগ্রাম বিভাগের সভাপতি কাজি ইউসুফ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক কাজি সারওয়ার আলম, নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক কাজি আবু জাহের।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইন অনুযায়ী কনের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ এবং বরের ২১ বছর। এর কম বয়সীদের বিয়ে হলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে। বাল্যবিবাহের সঙ্গে সম্পৃক্ততদের সর্বোচ্চ দুই বছর ও সর্বনিম্ন দুই মাস এবং সর্বোচ্চ এক লাখ টাকা ও সর্বনিম্ন দশ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। তবে বিশেষ প্রেক্ষাপটে আদালতের নির্ধারিত কোনও বাল্যবিবাহ এই আইনের অন্তর্ভুক্ত হবে না। জন্ম তারিখ প্রমাণের জন্য বর ও কনের জন্ম সনদ, জাতীয় পরিচয়পত্র, পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ এবং পাসপোর্টে উল্লিখিত তারিখ গ্রহযোগ্য বলে বিবেচিত হবে।

 

 আরও পড়ুন: কনের বয়স ১৮ ও বরের ২১ বছরই থাকছে

/ওএফ/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা