X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

সম্পত্তি রক্ষায় নাগরিকত্ব আইনের সংশোধন চান প্রবাসীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৭, ০৫:৫১আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ০৬:০৭

তথ্যমন্ত্রী হাসানুল হকের সঙ্গে প্রবাসী মেয়র পারভেজ আহমেদের সাক্ষাৎ

বাংলাদেশের নাগরিকত্ব আইন সংশোধন করে প্রবাসীবান্ধব করার দাবি জানিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত লন্ডনের ব্রেন্ট বারা কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ। মন্ত্রিসভায় সদ্য অনুমোদন পাওয়া নাগরিকত্ব আইন পাস হলে প্রবাসীরা দেশের সম্পত্তির মালিকানা নিয়ে জটিলতায়  পড়বেন ও তাদের সম্পত্তির মালিকানা হারাবেন উল্লেখ করে এ দাবি জানান তিনি।

বুধবার (১১ জানুয়ারি) তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সঙ্গে বৈঠক করে প্রবাসীদের পক্ষে এ দাবি জানিয়েছেন তিনি।

প্রবাসীদের এ দাবির পরিপ্রেক্ষিতে  তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহযোগিতার আশ্বাস দিয়ে বলেছেন, ‘সবসময় প্রবাসীদের পাশে থাকবে সরকার।বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করবেন।’

বৈঠকে উপস্থিত সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন শেকিল আহমেদ তথ্যমন্ত্রীকে বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে  বড় ভূমিকা পালন করে। বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ভূমিকা পালন করে। এজন্য যারা দ্বৈত নাগরিক তাদের যাতে বাংলাদেশের সম্পত্তি পেতে কোনও ধরনের জটিলতার মুখে না পড়তে হয় এবং দেশে ফিরে কোনো ধরনের আইনি সমস্যার মুখে না পড়েন সেটি দেখা দরকার। এজন্য নাগরিকত্ব আইন সংশোধন প্রয়োজন।

মেয়র পারভেজ আহমেদ ও প্রবাসী শেকিল তথ্যমন্ত্রীকে বলেন, ‘লন্ডনে বাংলাদেশিদের কাজের যথেষ্ট সুযোগ রয়েছে। কিন্তু দক্ষ জনশক্তির অভাব। কীভাবে দক্ষ জনশক্তি সেখানে পাঠনো যায় সে বিষয়ে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

পরে ব্রিটেনে মেয়র হিসেবে নিজের কাজের বিভিন্ন দিক তুলে ধরে পারভেজ আহমেদ বলেন, ‘আমি লন্ডনে স্থানীয় সরকারে কাজ করি। জনগণের সেবা করি। বাংলাদেশেও একইভাবে কাজ হয়। কিন্তু বাংলাদেশে আসার পর দেখা যায় কিছু ছোট ছোট সমস্যা আছে।’

বেক্সিটের কারণে ব্রিটেনে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে

(ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিটের প্রক্রিয়ায় ব্রিটেনে বাংলাদেশিদের ক্ষতি নয় বরং কাজের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানান মেয়র পারভেজ আহমেদ। তিনি বলেন, লন্ডনে দক্ষ জনশক্তির ব্যাপক অভাব। বিশেষ করে কারি শিল্পে (রন্ধন শিল্প) বাংলাদেশিদের চাহিদা ব্যাপক। এই খাতে অপার সম্ভাবনা রয়েছে। প্রচুর দক্ষ লোক এই খাতে দরকার, যেখানে বাংলাদেশিদের ব্যাপক সুনাম রয়েছে। ইউরোপের লোকেরা কারি শিল্প ভালো জানে না। ’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পারভেজ আহমেদ বলেন, ‘ব্রেক্সিট হয়েছে অভিবাসীদের কারণে। এই কথা ঠিক নয়, এটা মিডিয়া প্রপাগন্ডা। অনেকগুলো কারণে বেক্সিট হয়েছে। কিন্তু মিডিয়া শুধু অভিবাসীদের বিষয়টিকে হাইলাইট করেছে।

স্বর্ণপ্রবাসীদের পাশে থাকবে সরকার

প্রবাসীদের ‘স্বর্ণ প্রবাসী’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘এক কোটি ২৫ লাখ বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে। কোনও ধরনের সুযোগ সুবিধা গ্রহণ ছাড়াই তারা বছরে ১৫ বিলিয়ন ডলার বাংলাদেশে পাঠাচ্ছেন। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নের গুরুত্বপূর্ণ খুঁটি কৃষি ও পোশাক খাতের পর প্রবাসীদের আয়। তাই তাদের সমস্যা সমাধানের সরকার আন্তরিক। প্রবাসীদের বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে যেমন করণীয় আছে। তেমনি প্রবাসীরা বাংলাদেশে আসলে যেন শান্তিপূর্ণভাবে বিচরণ করতে পারেন, কোনও ধরনের সমস্যার মুখে না পড়েন তার খেয়াল রাখার দায়িত্ব সরকারের।’

তথ্যমন্ত্রী বলেন, ‘ব্রিটেনে অনেক বাংলাদেশি কাজ করছেন। সেখানে স্থানীয় সরকার এবং পার্লামেন্টেও আমাদের নাগরিকরা আছেন। তারা দু’দেশেরই নাগরিক। তাদের সমস্যা আমাদের দেখতে হবে। সেখানে তাদের শিক্ষা, চাকরি ও তাদের বিনিয়োগ পরিচালনার অভিজ্ঞতা আমরাও নিতে পারি। এসব বিষয় সিরিজ আকারে আমরা বিটিভিসহ গণমাধ্যমে প্রচার করে জনগণকে জানাতে পারি।এক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা রয়েছে।

/এসএমএ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
মঙ্গোলিয়ার দাবাড়ুকে হারিয়ে ফাহাদের মুখে হাসি
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
চেয়ারম্যান হলেন ৯ এমপির স্বজন, হেরেছেন দুজন
পিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চ্যাম্পিয়নস লিগপিছিয়ে পড়েও জোসেলুর জোড়া গোলে ফাইনালে রিয়াল
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
চেয়ারম্যান হলেন এমপির ছেলে ও ভাই
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার