X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

‘ডব্লিউইএফ’র সম্মেলনে বাংলাদেশের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০১৭, ১২:৪৭আপডেট : ১৪ জানুয়ারি ২০১৭, ১২:৪৯

প্রধানমন্ত্রী

সুইরাজল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে বাংলাদেশের আর্থ-সামাজিক অর্জন, সাফল্য ও বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের একথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের বার্ষিক সভায় অংশগ্রহণ করতে প্রধানমন্ত্রী আগামীকাল (রবিবার) সুইরাজল্যান্ডে যাচ্ছেন। ফোরামের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস শ্যাবের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর এই সফর।’

ফোরামের বার্ষিক সভায় প্রধানমন্ত্রীর অংশগ্রহণ কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের আর্থ-সামাজিক অর্জন, সাফল্য ও বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিকে সম্পর্কে আলোকপাত করা, বৈশ্বিক এবং আঞ্চলিক ইস্যুতে বাংলাদেশের স্বার্থ আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর এখানে অংশগ্রহণ করতে যাচ্ছেন।’

তিনি আরও জানান, এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনও সরকার বা রাষ্ট্রপ্রধান এই বার্ষিক অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। এবারের বার্ষিক সভায় ৪৫টি দেশের সরকারপ্রধান অংশগ্রহণ করছেন। বার্ষিক এই ফোরামের মূল বৈঠক অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ জানুয়ারি।

সভায় প্রধানমন্ত্রী পানি, অর্থনীতি, টেকসই উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, তথ্যপ্রযুক্তি এবং নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে বিভিন্ন প্ল্যানারি ও প্যানেল সেশনে অংশ নেবেন। এসব আলোচনায় প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ আফ্রিকা ও মরিসাসের প্রেসিডেন্ট, নরওয়ে, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও পেরুর প্রধানমন্ত্রীসহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিরা আলোচনা করবেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘ওয়ার্ল্ড ইকনোমিক ফোরাম সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী রবিবার (১৫ জানুয়ারি) পাঁচ দিনের সফরে যাচ্ছেন। সুইজারল্যান্ড থেকে দুবাই হয়ে ২১ জানুয়ারি প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।’

আরও পড়ুন: গুলশান হামলার অন্যতম পরিকল্পনাকারী রাজীব গ্রেফতার

/এসএসজেড/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কিশোরগঞ্জের তিন উপজেলায় বিজয়ী হলেন যারা
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার