Vision  ad on bangla Tribune

বিএনপিকে আরও ধৈর্য ধরার আহ্বান ১৪ দলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট১৫:২৩, জানুয়ারি ১৪, ২০১৭


মোহাম্মদ নাসিম
বিএনপিকে আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমমন্ত্রী মোহাম্মদ নাসমি। তিনি বলেছেন, ‘এতদিন ধৈর্য ধরেছেন। আর দুটো বছর ধৈর্য ধরে সাংবিধানিক পন্থায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।'
শনবিার দুপুরে ধানমণ্ডিস্থ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় দলের বৈঠক শেষে এ আহ্বান জানান তিনি।
১৪ দল শেখ হাসিনার নেতৃত্বে চিরদিন ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছেনে বলে সাংবাদিকদের জানান নাসিম।
নির্বাচন কমিশন গঠন ইস্যুতে রাষ্ট্রপতির ওপর ১৪ দলের সম্পূর্ণ আস্থা আছে বলে উল্লেখ করেন মোহাম্মদ নাসিম।
এসময় অন্যান্যের মধ্যে ছিলেন জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসনে বাদশা, জাসদ অন্য অংশের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধানসহ ১৪ দলরে নেতারা। এছাড়াও আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন মাহবুব উল আলম হানফি, মুকুল বোস, আহমদ হোসনে, খালদি মাহমুদ চৌধুরী, আবদুস সোবহান গোলাপ, বিপ্লব বড়ুয়া, এমএম কামাল প্রমুখ।

/পিএইচসি/এসটি/

samsung ad on Bangla Tribune

লাইভ

টপ