X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান বাংলাদেশ কখনও ভুলবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৭, ২২:০৯আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ২২:২৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা বাংলাদেশের মানুষ কোনও দিন ভুলে যাবে না। বাংলাদেশ ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতি আয়োজিত ‘ইউনিটি ইন ডাইভারসিটি ইন ইন্ডিয়া’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আগামী ২৬ জানুয়ারি ভারতের ৬৮তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনাসভায় তোফায়েল আহমেদ বলেন, ‘বঙ্গন্ধুর নেতৃত্বে আমরা এক লাইনে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযু্দ্ধে আমরা ভারতের সরকার ও জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি, তা কখনও ভোলা যাবে না। সেজন্য আমরা ভারতের জনগণের কাছে কৃতজ্ঞ। মুক্তিযুদ্ধে অবদানের জন্য বাংলাদেশের মানুষ কোনও দিন ভারতকে ভুলবে না। আমরা এক সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবো।’
মুক্তিযুদ্ধে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকা, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দান এবং প্রায় এক কোটি মানুষের আশ্রয় ও খাবারের ব্যবস্থার কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ভারত শুধু আমাদের বন্ধু রাষ্ট্র নয়, ভারতের কাছে অনেক ক্ষেত্রেই আমরা কৃতজ্ঞ। বঙ্গবন্ধু ভারতের কাছ থেকে ১০০ কোটি টাকা ঋণ নিয়ে রাষ্ট্রের কার্যক্রম শুরু করেন।’
ভারতের প্রশংসা করে তিনি আরও বলেন, ‘ঐক্যের দিক থেকে ভারত পৃথিবীর একটি বিরল দেশ। অনেক জাতি, ধর্ম, বর্ণ, সংস্কৃতির মানুষ ভারতে রয়েছে। তারা সকলেই ঐক্যবদ্ধ। যখন কোনও যুদ্ধ হয়, সমস্যা দেখা দেয়, তখন ভারতে ধর্ম-বর্ণ-জাতি নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়।’
এসময় পাটজাত পণ্য রফতানিতে ভারতের অর্থ মন্ত্রণালয় আরোপিত এন্ট্রি ডাম্পিং শুল্ক ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, ‘ভারতে আমরা সাড়ে ১২ ভাগ শুল্কে পাট রফতানি করছি। এন্ট্রি ডাম্পিংয়ের কারণে আমাদের পাট রফতানি বন্ধ হয়ে যাবে। তাই আমরা এই এন্ট্রি ডাম্পিং ব্যবস্থা তুলে দেওয়ার অনুরোধ করছি।’
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, ‘বঙ্গবন্ধু ও ইন্দিরা গান্ধী ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের শক্তিশালী বীজ বপন করেছিলেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি সেই সম্পর্ক অনেক উঁচুতে নিয়ে গেছেন। এই সম্পর্ক চিরদিন অটুট থাকবে। দুটোই গণতান্ত্রিক দেশ, দুই দেশের উন্নয়ন নীতিমালা একই। দুই দেশই এখন বিশ্বের অন্যতম বিকাশমান অর্থনীতির দেশ।’ এ সময় তিনি মুক্তিযোদ্ধার সন্তানদের পড়াশোনার জন্য ভারতের ১৫ কোটি টাকা বৃত্তি প্রদানের কথাও উল্লেখ করেন।
বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি এমিরেটাস অধ্যাপক ড. একে আজাদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. এসএম মাকসুদ কামাল এবং একাত্তর টেলিভিশনের সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু।

আরও পড়ুন-

বিএনপির মরা গাঙে জোয়ার আসে না: কাদের

৭ খুনের দায় র‌্যাবের নয়: বেনজীর



পিএইচসি/এএআর/আপ-টিআর

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ