X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনার নামে রিসার্চ ইনস্টিটিউটের দাবি খালিদ মাহমুদ চৌধুরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪২

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: সংগৃহীত) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন সরকার দলের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন আজ বিশ্বে মডেলে পরিণত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বের কাজ থেকে শেখ হাসিনা ২৭টি ক্যাটাগরিতে সুনাম নিয়ে এসেছেন। তাকে নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা হচ্ছে। বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নামে রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলে বিদেশিরা সেখানে গিয়ে তাকে জানতে পারবে। তাকে নিয়ে তারা গবেষণা করতে পারবে।’ বুধবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনাকালে তিনি  এই দাবি জানান।  

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতি তার ভাষণে সরকারের যে উন্নয়নের কথা বলেছেন, তা নিয়ে সরকারের সমালোচকরাও সমালোচনা করতে পারেননি। রাষ্ট্রপতি যে উন্নয়নের কথা বলেছেন, তা দেশের বাস্তবতা। আর এই উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপিকে সন্ত্রাসী দল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ বলেন, ‘কেবল জাতীয় ভাবে নয়, আজকে আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে বিএনপি একটি সন্ত্রাসী ও সাম্প্রদায়িক দল। গত ২৫ জানুয়ারি কানাডার ফেডারেল কোর্ট বলেছে বিএনপি একটি সন্ত্রাসী দল। গতকাল (২১ ফেব্রুয়ারি) ফেডারেল কোর্ট থেকে তা প্রকাশ করা হয়েছে।’

পদ্মা সেতুর দুর্নীতির মামলা কানাডার আদালতে খারিজ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পদ্মা সেতু নিয়ে কথিত দুর্নীতির অভিযোগ ওঠার পর খালেদা জিয়া বলেছিলেন, তিনি ক্ষমতায় গেলে পদ্মা সেতুর দুর্নীতির বিচার করবেন আজকে তিনি কার বিচার করবেন? খালেদা জিয়ার বিচার এখন কে করবে?’

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দেশের মানুষ আজ পেট ভরে খেতে পারছে। এটা দেখে খালেদা জিয়া ধুঁকে-ধুঁকে রাজনৈতিকভাবে মৃত্যু বরণ করছে। খালেদা জিয়ার রাজনীতি করার কোনও সুযোগ নেই। বাংলাদেশের মানুষ এ ধরনের ব্যর্থ, সন্ত্রাসী ও সাম্প্রদায়িক নেতৃত্বকে গ্রহণ করবে না।’

ইএইচএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
নির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
শনিবার জাতীয় পার্টির বর্ধিত সভানির্বাচনের সময় জাপায় কী হয়েছিল, জানাবেন জিএম কাদের
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ