X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

৭ দিনের মধ্যে প্রবাসীরা পাসপোর্ট পাবেন: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:০৫

প্রবাসী বাংলাদেশিদের যে কোনও মূল্যে সাতদিনের মধ্যে পাসপোর্ট পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খাঁন কামাল। শনিবার সকালে আগারগাঁও পাসপোর্ট অধিদফতরে পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৭ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান।

পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে প্রবাসীদের পাসপোর্ট পেতে তিন থেকে ছয়মাস লেগে যেত। আমরা পাসপোর্ট তৈরির পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বাংলাদেশ দূতাবাসগুলোয় বিভিন্ন প্রক্রিয়ায় সমন্বয় করে প্রবাসীদের কাছে পাঠানো হতো। এখন আমরা আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডেক্সের সঙ্গে চুক্তি করেছি। প্রবাসীদের পাসপোর্টগুলো এখন তিনদিনের মধ্যে নিজ নিজ দূতাবাসে চলে যাবে। সেখান থেকে তারা ৭ দিনের মধ্যে তা পেয়ে যাবেন।’
জঙ্গি-সন্ত্রাসীদের হাতে কীভাবে পাসপোর্ট যায় এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘জঙ্গিদের হাতে যাতে পাসপোর্ট না যায় সেজন্য এসবি ক্লিয়ারেন্স দরকার। জঙ্গি-সন্ত্রাসীরা যাতে পাসপোর্ট না পায় সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের হাত দিয়ে কোনও জঙ্গি-সন্ত্রাসী আর পাসপোর্ট পাবে না।’
উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘পাসপোর্ট সেবা আরও ভালোভাবে নিশ্চিত করতে কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণ প্রয়োজন। শূন্যপদে জনবল নিয়োগ করাও দরকার।’ বর্তমানে পাসপোর্ট সেবা প্রক্রিয়ার প্রশংসার পাশাপাশি জঙ্গিদের হাতে পাসপোর্ট যাওয়ার বিষয়টিরও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘পাসপোর্টের সঙ্গে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড জড়িত। ৩০ বিলিয়ন রিজার্ভ অর্জনের ক্ষেত্রে বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের অবদান রয়েছে। এই উন্নয়নের ভিন্ন পিঠও আছে। সাম্প্রতিক সময়ে দেখছি একজন ব্লগার হত্যাকারী পাসপোর্ট নিয়ে বিদেশে গিয়েছিল। এসব বিষয় সজাগ থাকতে হবে।’

/এআরআর/এমও/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
কদমতলীতে গলায় ফাঁস লেগে দশ বছরের শিশুর মৃত্যু
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার
ইউক্রেনে পাঠালে ফরাসি সেনাদের নিশানা করার হুমকি রাশিয়ার