X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

আরও একটি গাড়ি হস্তান্তর করলো বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন ডেস্ক
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:২৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ০৯:৩০

গাড়ি

বিশ্বব্যাংক শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে তাদের সাবেক কর্মকর্তাদের ব্যবহৃত আরও একটি গাড়ি শুল্ক গোয়েন্দাদের কাছে হস্তান্তর করেছে। নিয়ম বহির্ভুতভাবে গাড়ি হস্তান্তরের অভিযোগে তদন্ত চলাকালে বিশ্বব্যাংক টয়োটা মডেলের এই গাড়িটি ফেরত দিলো।কাগজপত্র যাচাই শেষে শুল্ক গোয়েন্দা আজ গাড়িটি জব্দ দেখিয়েছে।

এ নিয়ে শুল্কমুক্ত সুবিধার অপব্যবহারের অভিযোগে শুল্ক গোয়েন্দা বিভাগ বিশ্বব্যাংকের মোট তিনটি গাড়ি জব্দ করলো। সম্প্রতি বিশ্বব্যাংকের বিরুদ্ধে শুল্কমুক্ত সুবিধার আওতায় আনা ১৬টি গাড়ি অপব্যবহারের অভিযোগ আনে শুল্ক গোয়েন্দা। এর ৫ দিন পর দুটি গাড়ি হস্তান্তর করে বিশ্বব্যাংক।

এ বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, টয়োটা মডেলের এই গাড়িটি গত ২২ ফেব্রুয়ারি বিশ্বব্যাংক বাংলাদেশ অফিস থেকে একজন কর্মকর্তার মাধ্যমে কাকরাইলস্থ শুল্ক গোয়েন্দার সদর দফতরে প্রেরণ করে। এর সঙ্গে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফানের একটি চিঠিও দেওয়া হয়। স্বেচ্ছায় গাড়ি জমা দেওয়ার কথা বলা হয়। কাগজপত্র যাচাই শেষে আজ গাড়িটি জব্দ করা হয়েছে।

তিনি জানান,গাড়িটির সাথে চিমিয়াও ফান যে চিঠি দিয়েছে,তাতে শুল্ক গোয়েন্দার চলমান তদন্তে সার্বিক সহযোগিতার অঙ্গীকারের কথা বলা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশে বিভিন্ন আন্তর্জাতিক বিদেশি সংস্থায় কর্মকর্তাদের শুল্কমুক্ত সুবিধার অপব্যবহার সংক্রান্ত চলমান তদন্তের প্রয়োজনে শুল্ক গোয়েন্দা সদর দফতর থেকে বিশ্ব ব্যাংকের কাছে তথ্য চাওয়া হয়। তাদের চিঠিও দেওয়া হয়। এরপর বিশ্ব ব্যাংক বাংলাদেশ কার্যালয় থেকে ১৯ ফেব্রুয়ারি তিন সদস্যের একটি প্রতিনিধি দল শুল্ক গোয়েন্দা দফতরে উপস্থিত হয়ে তাদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। বিশ্ব ব্যাংক কর্মকর্তারা শুল্ক গোয়েন্দার তদন্তে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা