X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘রেল ব্রিজের মূল অবকাঠামোতে বাঁশ ব্যবহার করা হয় না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৫আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫৭

 

রেলমন্ত্রী মুজিবুল হক (ছবি: সংগৃহীত) রেল ব্রিজে বাঁশের ব্যবহার বিপজ্জনক নয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। তিনি বলেন, ‘রেলব্রিজের মূল অবকাঠামোতে কখনোই বাঁশ ব্যবহার করা হয় না। ট্রেন চলাচলের কারণে স্লিপারের আঁকাবাকা হয়ে যাওয়া রোধ করতে স্থানীয়ভাবে রেল কর্মচারীরা বাঁশ ব্যবহার করতে পারেন। তবে এটি বিপজ্জনক নয়। কারণ ব্যবহৃত এ বাঁশ কোনোভাবে ট্রেনের ভার বহন করে না।’  সোমবার জাতীয় সংসদে একেএম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সরকারি দলের সংসদ সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলওয়েতে ৮৬ হাজার ৩০ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে মোট ৪৩টি প্রকল্প চলমান রয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।  তিনি বলেন, ‘এসব প্রকল্পে থোক বরাদ্ধসহ ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে  ৯ হাজার ১১৪ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্ধ রাখা হয়েছে। ’

সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলের টিকেটের ওপর যাত্রীর নাম লেখার বিষয়টি পরীক্ষাধীন পর্যায়ে আছে। বর্তমানে আন্তঃনগর টেনের টিকেটে যাত্রীর বয়স ও জেন্ডার উল্লেখ করা হচ্ছে। টিকেটের ক্ষেত্রে কালোবাজারী রোধ ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আরও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ’

মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, ‘যানজট নিরসনে রাজধানীর ঢাকার চারদিকে বৃত্তাকার রেলপথ নির্মাণের পরিকল্পনা রয়েছে। বৃত্তাকার এ রেলপথ নির্মাণের জন্য ২০১৫ সালের ২৯ জুন একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। পরিকল্পনা কমিশনে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠানের পর কমিটির সুপারিশের আলোকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনামুল হকের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমানে দূরপাল্লার ১৩৯টি রুটে বিআরটিসির ৩২৮টি বাস চলছে।’ শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘গত বছরের ১৬ আগস্ট থেকে পাঁচটি এক্সললোড কেন্দ্র নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। নীতিমালা অনুযায়ী অতিরিক্ত ওজন বহন করা ট্রাকের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং জরিমানা আদায় করা হচ্ছে। এ পর্যন্ত মোট ১৩ কোটি ৫৯ লাখ টাকা আদায় হয়েছে।’

শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেছেন, ‘পদ্মা সেতুর নির্মাণ কাজ আগামী বছরের ডিসেম্বর মধ্যেই শেষ হবে বলে আশা প্রকাশ করা যায়।’

প্রশ্ন-উত্তরের আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল পৌনে পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্ন-উত্তর টেবিলে উত্থাপিত হয়।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা