X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেষদিনের বই মেলা শুরু বেলা ১১টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৭, ০০:১৪

শেষদিনের বই মেলা শুরু বেলা ১১টায় অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি)। তাই মেলায় বাজছে বিদায়ের সুর। প্রকাশকদের দাবির মুখে শেষ দিনে মেলা শুরু হবে বেলা ১১টা থেকে। চলবে যথারীতি রাত সাড়ে ৮টা পর্যন্ত।

শেষদিকে বইপ্রেমীদের ভিড় দেখা গেছে মেলায়। বেশিরভাগ পাঠকের হাতে হাতে ছিল বইয়ের ব্যাগ। এক প্রকাশনী থেকে আরেক প্রকাশনী ছুটেছেন তারা। ঘুরে ঘুরে পছন্দের বই কিনছেন সবাই। সরেজমিন ২৭তম দিনে এমন চিত্রই দেখা গেছে বই মেলায়।

প্রকাশকরা মনে করেন, বইমেলার শুরুর দিকে মানুষ আসে ঘুরতে। বই নেড়েচেড়ে দেখে। কেনে কম। কিন্তু শেষদিকে ঘোরাঘুরির চেয়ে তাদের মধ্যে বই কেনার আগ্রহ দেখা যায় বেশি। মেলায় আসা নতুন নতুন বইয়ের তালিকা হাতে নিয়ে ঘোরে পাঠকরা। শেষদিকে শুধুই কেনার পালা।

অন্বেষা প্রকাশনীর কর্ণধার শাহাদত হোসাইন এবারের মেলায় বই বিকিকিনি নিয়ে সন্তুষ্ট। তার মতে, শেষের দিকে বিক্রি বেড়েছে কয়েকগুণ। তিনি বাংলা ট্রিবিউনকে বললেন, ‘পাঠকরা এখন পছন্দের বইগুলো আগ্রহের সঙ্গে কিনে নিয়ে যাচ্ছে। শেষদিনে এ সংখ্যা বাড়তে পারে।’

বইমেলার ২৭তম দিনে মেলায় এসেছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী রুনা লায়লা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এস নূপুর। বাংলা ট্রিবিউনকে রুনা বললেন, ‘পড়াশোনা ও পরীক্ষার চাপে প্রথম দিকে মেলায় আসতে পারিনি। শেষদিকে এসে পছন্দের বইগুলো কিনে নিয়ে গেলাম।’ নূপুর বলেছেন, ‘মেলার জন্যই ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছি। পছন্দের বইগুলো সংগ্রহ করতে পেরে ভালো লাগছে।’

এদিকে বাংলা একাডেমী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রন্থমেলার মূল মঞ্চে রয়েছে সমাপনী অনুষ্ঠান। এখানে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এতে গ্রন্থমেলার সার্বিক বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হবে। এই অনুষ্ঠানে কবি শামীম আজাদ ও লেখক-অনুবাদক নাজমুন নেসা পিয়ারি পাবেন সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার।

এছাড়া ২০১৬ সালে প্রকাশিত বিষয় ও মানসম্মত বই প্রকাশের বিভিন্ন বিভাগে চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার, মুনীর চৌধুরী স্মৃতি পুরস্কার ও রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার-২০১৭ প্রদান করা হবে। একই সঙ্গে ২০১৭ সালের গ্রন্থমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানকে নান্দনিক স্টল বা প্যাভেলিয়ন সজ্জার জন্য দেওয়া হবে কাইয়ুম চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১৭।

/এনএল/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী