X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

কুসিক নির্বাচন দিয়ে ইসির ওপর আস্থা তৈরি হবে: সিইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৭, ১৯:৩০আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৯:৩৬

সিইসি কে এম নুরুল হুদা কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি সবার আস্থার জায়গা তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বৃহস্পতিবার (৯ মার্চ) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
গাইবান্দা-১, সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশন সচিবালয়ে ওই বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রায় দুই ঘণ্টার এ বৈঠকে তিনটি নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা, সেনা মোতায়েনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করার সময় সিইসি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এজন্য এ নির্বাচনটিকে বেশি গুরুত্ব দিয়ে দেখছি। আইনশৃঙ্খলা বাহিনীও আমাদের সেভাবেই আশ্বস্ত করেছে।’ আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্বৃত করে তিনি বলেন, ‘এ কমিশনের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে কমিশনের প্রতি সকলের আস্থার ক্ষেত্র তৈরি হবে।’
সেনা মোতায়েন প্রসঙ্গে জানতে চাইলে সাংবাদিকদের সিইসি বলেন, ‘এ মুহূর্তে নির্বাচনে সেনা মোতায়েনের কোনও পরিকল্পনা নেই। তবে সেনাবাহিনী প্রস্তুত থাকবে। পরিস্থিতি দাবি করলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
কুসিক নির্বাচন সুষ্ঠু বলে আশাবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমাদের দেশে একসঙ্গে তিনশ আসনে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়। সেই হিসাবে দুয়েকটি নির্বাচনে বিশৃঙ্খলা হওয়ার আশঙ্কা নেই।’
নির্বাচনে জঙ্গি হামলার কোনও শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে সিইসি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বৈঠকে আলোচনা করেছি। জঙ্গি হামলার ক্ষেত্রে গাইবান্ধা নির্বাচনকে আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে এমন কোনও পরিস্থিতি যেন তৈরি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে।’

আরও পড়ুন-

রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ

জিএসপি নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে: বার্নিকাট

'বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ নয়, সফল করাই আমাদের উদ্দেশ্য’

/ইএইচএস/ইউআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশের জলসীমায় এমভি আবদুল্লাহ
দেশের জলসীমায় এমভি আবদুল্লাহ
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট কাল
জিএম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই
জিএম কাদেরের চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে বাধা নেই
বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা
বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো