X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

‘এ সময়ের অনেক নেতাকে দেখে লজ্জা লাগে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০১৭, ১৯:৩২আপডেট : ২৪ মার্চ ২০১৭, ১৯:৩২

পুরাতন কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের, ছবি- ফোকাস বাংলা

এ সময়ের অনেক নেতাকে দেখে লজ্জা লাগে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘এ সময়ের নেতারা গা বাঁচিয়ে ক্ষমতায় টিকে থাকার জন্য বিশেষ গোয়েন্দা কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করে আসেন।’

শুক্রবার (২৪ মার্চ) বিকালে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে ‘বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান উদ্বোধনকালে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও অন্যায়ের কাছে মাথা নত করেননি। রাজনীতিকে বাঁচাতে হলে বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিখতে হবে। এজন্য প্রথমে স্ববিরোধীতার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

নিজের কারাভোগের দিনগুলোর কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘সাড়ে ৪ বছর কারাগারে কেটেছে আমার। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে গিয়ে দীর্ঘ ৩০ মাস কারাভোগ করি। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৬ মাস, তারপর কিছুদিন কারাগার মেডিক্যালে এবং বাকিটা সময় কেটেছে ফরিদপুর কারাগারে।’

সর্বশেষ ১/১১ এর পর কারাবরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘কারাগার থেকে ছাড়া পেয়ে আমি বলেছিলাম, কারাগার হচ্ছে রাজনীতিবিদদের পাঠশালা। এই পাঠশালা থেকে আমি অনেক শিখেছি। তখন কারাগারে আমার সঙ্গে আরও অনেক নেতাকর্মী ছিলেন। তাদের খুব কমই শিক্ষা নিতে পেরেছেন। জেল থেকে বেরিয়ে তারা ক্ষমতার লোভে পড়ে যান। অতীতের শিক্ষার কথা মনে রাখেননি।’

তিনি বলেন, ‘কারাজীবনে অনেক কষ্ট করতে হয়েছে। কখনও কখনও কষ্টে চোখের পাতা ভিজেছে। কিন্তু আশাহত হইনি, আদর্শচ্যুত হয়নি।’

আলোকচিত্র প্রদর্শনী সম্পর্কে তিনি বলেন, ‘এখানে প্রতিটি ছবি কথা বলছে। তাকালেই মনে হচ্ছে, ছবিগুলো শতকণ্ঠে কথা বলে উঠছে। এখানকার একেকটি ছবি হাজারও মানুষের ভাষণ থেকেও অনেক বেশি গুরুত্ব বহন করছে।’

কেন্দ্রীয় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

/আরজে/এমএ/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
১০ কোটি টাকা অনিয়মের অভিযোগে অগ্রণী ব্যাংকের ৩ কর্মকর্তা আটক
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ