X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আত্মঘাতী বিস্ফোরণে নিহত যুবকের লাশ ঢামেক মর্গে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৭, ০৩:০৬আপডেট : ২৫ মার্চ ২০১৭, ০৫:৫৮

ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিনের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হামলাকারীর লাশ  ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে লাশটি ঢামেক হাসপাতালে নিয়ে যান বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর পুলিশ বক্সে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হয়ে বিস্ফোরণ ঘটায় ওই যুবক। এতে আত্মঘাতী ঘটনাস্থলেই নিহত হয়। তার বয়স আনুমানিক ২৩-২৫ বছর। পরনে জিন্স প্যান্ট ও ফুলহাতা শার্ট । এছাড়া ঘটনাস্থলে একটি ট্রাভেল ব্যাগ পাওয়া গেছে। যেখান থেকে তিনটি বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে।

এদিকে ঘটনার পরপরই ডিএমপির পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া রাতে ঘটনাস্থল পরিদর্শনের এসে সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’ তিনি বলেন, ‘এটি কোনও হামলা নয়। ওই ব্যক্তি নিজে বোমা বহন করেছিল। সুতরাং এতে আতঙ্কিত হওয়া কিছু নেই। আমি সবাইকে আতঙ্কিত না হওয়া জন্য অনুরোধ করছি। সে কেন বোমা বহন করছিল, কোথায় নিয়ে যাচ্ছিল, অনুসন্ধান শেষে তা  জানা যাবে।’

গত ১৭ মার্চ আশকোনার র‌্যাবের নির্মাণাধীন সদর দফতরে আত্মঘাতী হামলা চালায় এক জঙ্গি। এতে আত্মঘাতী হামলাকারী নিহত হয়। পরদিন ১৮ মার্চ খিলগাঁওয়ে শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা করে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়।
আরও পড়ুন: 
বিমানবন্দরের সামনে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১

হামলা নয়, বোমাবহনের সময় বিস্ফোরণ: ডিএমপি কমিশনার

বিস্ফোরণের পর বিমানবন্দরে বাড়তি সতর্কতা





/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা