X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলচ্চিত্রে ধর্ষণের দৃশ্য নিষিদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৭, ১৭:০২আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৭:১৮

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসির ওয়েব সাইট থেকে নেওয়া) ‘বাংলাদেশ চলচ্চিত্র নীতিমালা-২০১৭’-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সুস্থ ধারার চলচ্চিত্র নির্মাণ করতে ২০টি উদ্দেশ্য সামনে রেখে এ আইন করা হয়েছে। নতুন নীতিমালা অনুমোদনের ফলে চলচ্চিত্রে ধর্ষণের ছবি বা দৃশ্য দেখানো যাবে না। নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ে, এমন দৃশ্যসহ সংলাপে কুরুচিপূর্ণ শব্দ নিষিদ্ধ করা করা হয়েছে এই আইনে। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ  সচিব বলেন, ‘খসড়া আইনে বলা হয়েছে, চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের আসল চেতনার প্রতিফলন, ভাষা ও সংস্কৃতির প্রতিফলন, দেশপ্রেমের প্রয়াস থাকতে হবে। এছাড়া সব ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, ধর্ষণের ছবি বা দৃশ্য না দেখানো, নারী ও শিশুদের প্রতি সহিংসতা বাড়ে এমন ধরনের দৃশ্য না দেখানো, সংলাপে কুরুচিপূর্ণ শব্দ বাদ দেওয়ার বিধান রাখা হয়েছে।’

চলচ্চিত্র আমদানি-রফতানির জন্য তথ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠনের বিধানের উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এছাড়া ১৫ সদস্যের জাতীয় পরামর্শক কমিটি গঠনসহ বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নামের সেন্সর শব্দের পরিবর্তে সার্টিফিকেশন সিস্টেম করা এবং যৌথ নির্মাণ উৎসাহিত করা হবে। এছাড়া প্রত্যেক জেলায় তথ্য ভবন নির্মাণ করা হবে, যেখানে একটি সিনেপ্লেক্স থাকবে। এ সিনেপ্লেক্সে চলচ্চিত্র প্রদর্শিত হবে।’

 আরও পড়ুন: মন্ত্রিসভার অনুমোদন পেলো ঢাকা-খুলনা-কলকাতা রুট

/এসআই/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী মিডফিল্ডারকে নিয়ে দুঃসংবাদ
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ