X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় টিকে ছিল মুফতি হান্নান

জামাল উদ্দিন
১৩ এপ্রিল ২০১৭, ১০:১৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৩:০২

মুফতি হান্নান দেশের ইতিহাসে যে শীর্ষ জঙ্গি নেতা রাজনৈতিক পৃষ্টপোষকতা পেয়েছিল, সে হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজি-বি) প্রধান মুফতি আবদুল হান্নান। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তার আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেই পৃষ্টপোষকতার বিষয়টি উঠে এসেছে।

আদালত ও গোয়েন্দা সূত্র জানায়, ২০০৫ সালের ১ অক্টোবর রাজধানীর বাড্ডা এলাকা থেকে গ্রেফতার  হওয়ার পর মুফতি হান্নান আদালতে যে জবানবন্দি দেয়, সেখানে রাজনৈতিক পৃষ্টপোষকতার কথা তুলে ধরে সে। মুফতি হান্নান আদালত ও তদন্ত সংস্থাকে জানিয়েছিল, ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানোর আগে গুলশানের হাওয়া ভবনে তিন দফায় বৈঠক হয়েছিল। তিনটি বৈঠকেই মুফতি হান্নান তার কয়েকজন সহযোগী নিয়ে উপস্থিত ছিল। এসব বৈঠকে বিএনপি নেতা তারেক জিয়া, হারিস চৌধুরী, আবদুস সালাম পিন্টু, তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলার জন্য গ্রেনেড ও বোমাসহ সার্বিক সহযোগিতা দেওয়ার বিষয়েও তাকে আশ্বাস দেন লুৎফুজ্জামান বাবর।

২১ আগস্ট গ্রেনেড হামলা ছাড়াও শেখ হাসিনা এর আগে তিন দফা হত্যার চেষ্টা করে মুফতি হান্নানের দল হুজি। শেখ হাসিনাকে প্রথম হত্যার চেষ্টা চালানো হয় ২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ওই বছরের ২২ জুলাই শেখ হাসিনার জনসভা ছিল সেখানে। এর দু’দিন আগে ২০ জুলাই প্যান্ডেলের কাজ করার সময় পুতে রাখা বোমার সন্ধান পায় পুলিশ। এরপর ২০০১ সালের ৩০ মে খুলনার রূপসা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে হুজি। কিন্তু এ অনুষ্ঠানেরও তিনদিন আগে, ২৭ মে হুজির ১৫ জঙ্গি ধরা পড়ায় সেই চেষ্টাও ব্যর্থ হয়। একই বছর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে সিলেটে নির্বাচনি জনসভায় শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে হুজি। যার পরিকল্পনায় ছিল মুফতি হান্নান। কিন্তু জনসভার আগের রাতে বোমা বানানোর সময় বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হলে সেই যাত্রায়ও বেঁচে যান শেখ হাসিনা।

মেজর জেনারেল (অব.) আবদুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, মুফতি হান্নান হচ্ছে জঙ্গিবাদের আইকন। আফগান ফেরত মুজাহিদদের দিয়ে প্রথম বাংলাদেশে সে হরকাতুল জিহাদের নামে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে। তারপর তার সহযোগীরা অনেক ভয়াবহ আক্রমণ চালিয়েছে। যার অনেক ক্ষেত্রেই তখন রাজনৈতিক পৃষ্টপোষকতা পেয়েছিল। এটাও দেখা গেছে যে আইনের মুখোমুখি করার ক্ষেত্রে তাকে অনেক ছাড় দেওয়া হয়েছে। এখন তার ফাঁসির মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার একটা নজিরও স্থাপিত হলো। কারণ তারা সবসময় রাজনৈতিক পৃষ্টপোষকতা নিয়ে এরকম ভয়াবহ আক্রমন করে এবং আইনি ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যায়। তার ফাঁসির মাধ্যমে জঙ্গিবাদের মতাদর্শের একটি মনস্তাত্ত্বিক পরাজয় হয়েছে। শেখ হাসিনা ও বিদেশি রাষ্ট্রদূতের ওপর হামলার যে সাহস দেখিয়েছে, সেটাও রাজনৈতিক পৃষ্টপোকতা থাকার কারণেই করতে পেরেছে।’

মানবাধিকারকর্মী ও জঙ্গিবাদ বিষয়ক গবেষক নূর খান লিটন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মাধ্যমে মুফতি হান্নানের হুজি দেশে নাশকতার কার্যক্রম শুরু করে। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ আরও অনেকগুলো ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। কখনও তার নেতৃত্বে, কখনও নির্দেশে ও পরিকল্পনায় অনেক বোমা হামলা ও গ্রেনেড হামলা হয়েছে এ দেশে। রাজনৈতিক পৃষ্টপোষকতাও পেয়েছে সে বিভিন্ন সময়ে।’ তার ফাঁসি কার্যক্রমের মাধ্যমে এ দেশে হুজির একটি অংশের যবনিকাপাত ঘটতে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

/জেইউ/এমএনএইচ/আপ-এফএস/

আরও পড়ুন- 

হওয়া ভবনেই শেখ হাসিনাকে হত্যার নীলনকশা: মুফতি হান্নান
মুফতি হান্নানসহ তিন জঙ্গির ফাঁসি কার্যকর

সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
ঘোড়াঘাটে মালবোঝাই দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত