X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জঙ্গি মোকাবিলা করতে না পারলে অর্জন বিফলে যাবে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৭, ১৪:৩৯আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১৫:৪২

র‌্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী, ছবি: ফোকাস বাংলা

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সন্ত্রাস ও জঙ্গি মোকাবিলায় এক হতে না পারলে আমরা যতই অর্জন করি না কেন, সবই বিফলে চলে যাবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ব্যাপারে সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। জঙ্গিবাদবিরোধী অভিযান অব্যাহত রাখতে হবে।’  

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুর্মিটোলায় বাহিনীর সদর দফতরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে নতুন উপসর্গ দেখা দিয়েছে জঙ্গিবাদ। কেবল বাংলাদেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিবাদ বিরাট সমস্যা হিসেবে দেখা দিয়েছে। বাংলাদেশেও মাঝে মাঝে আমরা এই জঙ্গিদের হামলার শিকার হচ্ছি। তবে আমরা কোনও ধরনের জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে বরদাস্ত করবো না। বাংলাদেশের মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করার তা করবো। বিপথে যারা যায় তাদের কিভাবে বিরত করা যায় এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। কারও ছেলে যদি বিপথে যায় তাকে কিভাবে সুপথে আনা যায় তার ব্যবস্থা নিতে হবে।’

‘ইসলাম সন্ত্রাসে বিশ্বাস করে না’ মন্তব্য করে তিনি বলেন, ‘ইসলামের নাম নিয়ে যে সব কর্মকাণ্ড করা হয়, মানুষ খুন করা হয়- ইসলাম তো কখনও সেসব বলেনি। মানুষ হত্যা করলেই একেবারে জান্নাতে চলে যাবে এটা কোথায় আছে? বরং নিরীহ মানুষ খুন করলে তারা জান্নাতে নয়, জাহান্নামে যায়- এটা হলো বাস্তবতা। আমাদের নবীও  (স.) আমাদের সেই শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন শরীফেও তা উল্লেখ আছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জঙ্গিবাদ ঠেকাতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বাহিনী, র‌্যাব, কোস্ট গার্ড ও সশস্ত্র বাহিনীসহ প্রত্যেকে যার যতটুকু সুযোগ হচ্ছে কাজ করছে। অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তারা কাজ করছে। এ কাজ করতে গিয়ে তাদের জীবনও দিতে হচ্ছে।’

কোনও অভিযানে আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট সব বাহিনীর সমন্বয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনও ধরনের অপারেশন করতে হলে সেখানে সমন্বয় প্রয়োজন। কাজেই যার যেখানে যতটুকু সক্ষমতা রয়েছে তা দিয়ে একে অপরকে সহযোগিতা করবে এটাই হচ্ছে বাস্তবতা।’

বক্তব্যে তিনি র‌্যাবের বিভিন্ন সফলতা তুলে ধরেন। সুন্দরবনের জলদুস্যদের আত্মসমর্পণের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘র‌্যাবের ভূমিকায় সুন্দরবনের জলদস্যুরা আত্মসমর্পণ করেছে। ওই জনপথ এখন জনগণের জন্য নিরাপদ।’

র‌্যাবের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশপ্রেম, সততা, কর্তব্য নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। শৃঙ্খলা বজায় রাখা ও ঊধ্বর্তন কর্তৃপক্ষের আদেশ পালন অবশ্যই পালনীয়। নৈতিক স্খলন যেকোনও বহিনীর মনোবল দুর্বল করে দেয়। জনগণের পয়সায় সবার বেতন-ভাতা আসে। জনগণের সেবক হিসেবে এবং কেউ যেন অহেতুক নির্যাতনের শিকার না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে।’ 

বিএনপি-জামায়াতের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘কেবল জঙ্গি-সন্ত্রাসীদের কারণে সমস্যা হয় তা নয়। এর বাইরে রাজনৈতিক গোষ্ঠীর কারণেও সমস্যা হয়, তার অভিজ্ঞতা আমাদের রয়েছে। ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে আমরা সেটা দেখেছি। ওই সময় যে অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে মারা, ভাঙচুর হয়েছে সেগুলো রাজনীতি নয়। সেগুলো ছিল সন্ত্রাসী ও জঙ্গিবাদী কাজ। তবে র‌্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আমরা এটা মোকাবিলা করতে পেরেছি। উৎপাত থেকে দেশের মানুষকে বাঁচাতে পেরেছি।’

/ইএইচএস/এফএস/টিএন/

আরও পড়ুন-

নদীতে পানি বাড়ায় আতঙ্কে কাঁচা-পাকা ধান কাটছেন নাটোরের কৃষকরা

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়