X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নদীতে পানি বাড়ায় আতঙ্কে কাঁচা-পাকা ধান কাটছেন নাটোরের কৃষকরা

নাটোর প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৭, ১০:৩৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৭, ১০:৩৫

বিলে পানি বাড়ায় ধান কাটছেন কৃষকরা নাটোরে বৃষ্টি ও উজান থেকে আসা ঢলের কারণে আত্রাই ও গুড় নদীর পানি বেড়ে বিলে ঢুকতে শুরু করায় কৃষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। চলনবিল ও হালতি বিলের কিছু অংশের ধান তলিয়ে গেছে। ফলে ভয়ে কাঁচা-পাকা ধান কাটতে শুরু করেছেন কৃষকরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক রফিকুল ইসলাম বলেন, ‘স্বাভাবিকভাবেই কৃষকদের পরামর্শ দেওয়া হয় বর্ষার আগেই যে ধানটি উঠবে তা ৮০ থেকে ৯০ ভাগ পেকে গেলেই যেন তারা কেটে নেয়। এবার যেহেতু আগাম বৃষ্টিপাত হয়েছে এবং নাটোরে চলনবিল ও হালতি বিলের কিছু অংশ ধান তলিয়ে গেছে সেকারণে কৃষকরা তাদের ধানগুলো কেটে নিয়েছে। তাদের এ বিষয়ে কোনও পরামর্শ দেওয়া হয়নি।’

এদিকে জেলার সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আহসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিংড়ার হালতিবিল এলাকায় প্রায় ১৫০০ হেক্টর জমির ৩০ থেকে ৪০ ভাগ আধাপাকা ধান তলিয়ে গেছে। বিল সংলগ্ন নদীর সঙ্গে স্লুইস গেট নষ্ট হয়ে গেছে। ইতোমধ্যেই তিনটি বাঁধ দেওয়া হয়েছে। এই বিলের বি-আর ২৯ ধানই মূলত তলিয়ে গেছে। কৃষকদের আশ্বস্ত করা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আতঙ্কে কৃষকরা ধান কেটে ফেলছেন।’

এলাকাবাসী ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কয়েক দিনের ভারি বর্ষণ ও উজান থেকে আসা ঢলে নদনদীর পানি অনেক বেড়ে গেছে।

/এফএস/ 

আরও পড়ুন-
মৌলভীবাজারে আরও ১৪শ হেক্টর জমি প্লাবিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড