X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

হাওরে দুর্যোগের কারণ ভারতের বৃষ্টি: পানিসম্পদ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৮:২৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:২৭

ভারতের চেরাপুঞ্জিতে ১ হাজার ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে হাওর এলাকায় অপ্রত্যাশিত দুর্যোগ নেমে এসেছে, বলে মনে করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্লু ইকোনোমি : নতুন দিগন্ত, নতুন সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মত দেন।

সেমিনারে পানিসম্পদ মন্ত্রীসহ অন্যরা মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারতের চেরাপুঞ্জিতে ১ হাজার ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকায় নদীগুলোর পানির উচ্চতা দাঁড়ায় ৭.১৭ মিটারে এবং এর ফলে এসব এলাকার মানুষ অপ্রত্যাশিত দুর্যোগের মুখোমুখি হন।’

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘হাওর এলাকায় বাঁধের উচ্চতা ৬.৫ মিটার হওয়ার কারণে উপচে পড়া পানির প্রবাহ স্বল্প সময়ে আমাদের লোকালয়ে ঢুকে পড়েছে।’ তবে একই সঙ্গে মন্ত্রী জানান, এই ঘটনার কারণ অনুসন্ধানে সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং বিষয়টির ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতি সরকার সহ্য করবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা করেন, ডিসিসিআই’র সমন্বয়কারী পরিচালক ইঞ্জিনিয়ার আকবর হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী এবং ব্লু ইকোনোমি সেলের অতিরিক্ত সচিব গোলাম সফিউদ্দিন অংশগ্রহণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমুন সোয়ানাপুনসে, মালয়েশিয়ার হাইকমিশনার নূর আসহিকিন বিনতে মোহাম্মদ তাইয়িব প্রমুখ।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
‘বিএনএমের সদস্য’ সাকিব আ.লীগের এমপি: যা বললেন ওবায়দুল কাদের
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
ভাটারায় নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে হোটেল কর্মচারীর মৃত্যু
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
সুইডেনের প্রিন্সেস ক্রাউনের কয়রা সফর সম্পন্ন
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
২০২৩ সালে বায়ুদূষণে শীর্ষে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই