X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

হাওরে দুর্যোগের কারণ ভারতের বৃষ্টি: পানিসম্পদ মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০১৭, ১৮:২৭আপডেট : ২৭ এপ্রিল ২০১৭, ১৮:২৭

ভারতের চেরাপুঞ্জিতে ১ হাজার ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কারণে হাওর এলাকায় অপ্রত্যাশিত দুর্যোগ নেমে এসেছে, বলে মনে করেন পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ব্লু ইকোনোমি : নতুন দিগন্ত, নতুন সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনারে তিনি এ মত দেন।

সেমিনারে পানিসম্পদ মন্ত্রীসহ অন্যরা মন্ত্রী বলেন, ‘সম্প্রতি ভারতের চেরাপুঞ্জিতে ১ হাজার ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে সুনামগঞ্জ ও তার পার্শ্ববর্তী এলাকায় নদীগুলোর পানির উচ্চতা দাঁড়ায় ৭.১৭ মিটারে এবং এর ফলে এসব এলাকার মানুষ অপ্রত্যাশিত দুর্যোগের মুখোমুখি হন।’

পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘হাওর এলাকায় বাঁধের উচ্চতা ৬.৫ মিটার হওয়ার কারণে উপচে পড়া পানির প্রবাহ স্বল্প সময়ে আমাদের লোকালয়ে ঢুকে পড়েছে।’ তবে একই সঙ্গে মন্ত্রী জানান, এই ঘটনার কারণ অনুসন্ধানে সরকার তদন্ত কমিটি গঠন করেছে এবং বিষয়টির ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতি সরকার সহ্য করবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ডিসিসিআই’র সভাপতি আবুল কাসেম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনা করেন, ডিসিসিআই’র সমন্বয়কারী পরিচালক ইঞ্জিনিয়ার আকবর হাকিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ মেরিন সাইন্স অ্যান্ড ফিশারিজের অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী এবং ব্লু ইকোনোমি সেলের অতিরিক্ত সচিব গোলাম সফিউদ্দিন অংশগ্রহণ করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমুন সোয়ানাপুনসে, মালয়েশিয়ার হাইকমিশনার নূর আসহিকিন বিনতে মোহাম্মদ তাইয়িব প্রমুখ।

/জিএম/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী