X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়ার নামের আগে ‘জঙ্গি নেত্রী’ লেখার আহ্বান ইনুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মে ২০১৭, ১৮:৫৮আপডেট : ১৬ মে ২০১৭, ২০:৩৪

খালেদা জিয়ার নামের শুরুতে ‘জঙ্গি নেত্রী-আগুন সন্ত্রাসের নেতা’ লিখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) অভিষেক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ডিএসইসি’র অভিষেক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হাসানুল হক ইনু বলেন, ‘ক্ষমতাচ্যূত রাজাকার সমর্থিত সরকার যাতে আর কখনও দেশ শাসনে না আসে, সেটাই রাজনীতি ও গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাজনীতি থেকে রাজাকার ও জঙ্গি পৃষ্ঠোপোষক বিএনপি ও খালেদাকে বাতিল করতে হবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের নতুন করে ভাবতে হবে।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজাকার-জামাতের ঘনিষ্ঠ মিত্র এবং জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করছেন উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, “গণতন্ত্রকে নিরপদ করে দেশে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় প্রয়োজন জঙ্গি ও তাদের সঙ্গীদের সমূল উৎপাটন। খালেদার ‘ভিশন ২০৩০’ এ রাজাকার, জঙ্গিবাদ ও মানবতাবিরোধীদের বিষয়ে কিছুই উল্লেখ করা হয়নি।’

তথ্যমন্ত্রী এসময় নবম ওয়েজবোর্ডের বিষয়ে আলোকপাত করে বলেন, ‘বোর্ডের প্রধান হিসেবে বিচারপতি নিয়োগদান সম্পন্ন হয়েছে। সাংবাদিক ও সংবাদপত্র কর্মচারিদের প্রতিনিধিদের নামও পাওয়া গেছে। মালিকপক্ষ প্রতিনিধির নাম পাওয়া গেলেই প্রজ্ঞাপন জারি করবে সরকার।’

ঢাকা সাব এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুর রহমানের সঞ্চালনায় এসময় আরও বক্তৃতা করেন, খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম আফজাল, প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান প্রমুখ। সভা শেষে কাউন্সিলের নব-নির্বাচিত সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

/এসআই/আরএআর/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ