X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুতের অবস্থা যেকোনও সময়ের তুলনায় ভালো: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুন ২০১৭, ১২:৪০আপডেট : ২৮ জুন ২০১৭, ১২:৪৮

নসরুল হামিদ (ফাইল ছবি) দেশে বর্তমানে বিদ্যুতের অবস্থা অতীতের যেকোনও সময়ের তুরনায় ভালো বলে জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, ‘যেখানে বিদ্যুতের সমস্যা হচ্ছে সেখানে মূলত লাইনের সমস্যা। কারণ সেটি ৪০/৫০ বছরের পুরাতন লাইন। নতুন লাইনে কোনও সমস্যা নেই।’

বুধবার বেলা সাড়ে ১০টার দিকে সচিবালয়ে নিজ দফতরে এসে সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এদিন সকাল ১০টা পর্যন্ত কোনও মন্ত্রীকে সচিবালয়ে দেখা যায়নি। তবে বেলা সাড়ে ১০টার পর সচিবালয়ে আসেন- অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বিরেন শিকদার।

সচিবালয়ে এসেই প্রতিমন্ত্রী সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তার কক্ষে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এবং পেট্রোবাংলার চেয়ারম্যান।

শুভেচ্ছা বিনিময় শেষে নসরুল হামিদ বিপু সাংবাদিকদের বলেন, ‘আমরা শুধু ঈদের শুভেচ্ছা বিনিময় নয় কাজও করছি। মেয়র সাহেব প্রয়োজনেই সচিবালয়ে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘বিবিয়ানা গ্যাসক্ষেত্র প্রতি বছরের মতো এবারও সংস্কার করা হচ্ছে। সংস্কারের জন্য এ সময়টি বেছে নিয়েছি। কারণ কলকারখানা বন্ধ এ সময় চাহিদা কম থাকে। গত রাত ১২টা থেকে আজ রাত ১২ পর্যন্ত এ সংস্কার কাজ চলবে। আমরা মনে করেছিলাম বড় সমস্যা হবে বিদ্যুতের। তবে আমরা দেখছি কোনও সমস্যা হচ্ছে না। সিএনজি স্টেশন সাময়িক সময়ের জন্য বন্ধ। তবে পাম্পে পর্যাপ্ত তেল আছে।’

/এসআই/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
উপজেলা নির্বাচন: অংশ নিতে পারবেন না পৌর এলাকার ভোটার এবং প্রার্থীরা
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ