X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

গ্রেফতার হওয়া বাংলাদেশিদের সুযোগ দিতে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ২১:০৮আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২১:১১

মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারীদের বিরুদ্ধে অভিযান মালয়েশিয়াতে অবৈধভাবে প্রবেশ করেছে এবং ৩০ জুনের মধ্যে নিবন্ধন করেনি— এমন বিদেশিদের বিরুদ্ধে অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিতে মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
মালয়েশিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অভিযানে গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বৈধ হওয়ার সুযোগ দিতে আমরা মালয়েশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা তাদের বলেছি, গত মাসে রোজা ছিল এবং বৈধ হওয়ার জন্য যে প্রয়োজনীয় অর্থ লাগে, সেটি অনেকের কাছে নেই। সে কারণে তাদের বৈধ হওয়ার মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর কথা বলেছি আমরা।’
শহীদুল ইসলাম বলেন, ‘এখানে বাংলাদেশি ছাড়াও অন্য দেশের নাগরিকদেরও গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস সেসব দেশের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছে।’
মালয়েশিয়ায় কর্মরত একদল অভিবাসী শ্রমিক রাষ্ট্রদূত বলেন, ‘আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ায় বৈধ হওয়ার একটি সুযোগ আছে। আমি আহ্বান করব, যাদের পক্ষে সুযোগ আছে, তারা যেন শিগগিরিই এই সুবিধা গ্রহণ করে।’ মালয়েশিয়ায় একটি দালাল চক্র বৈধ হওয়ার প্রক্রিয়া নিয়ে নিরীহ বাংলাদেশিদের বিভ্রান্ত করছে মন্তব্য করে তিনি বলেন, ‘আমি সবাইকে অুনরোধ করছি, তারা যেন কোনও দালালের সঙ্গে যোগাযোগ না করে সরাসরি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন।’
এদিকে, একটি কূটনৈতিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানায়, মালয়েশিয়াতে যারা অবৈধ উপায়ে প্রবেশ করেছে তাদের নিবন্ধনের সুযোগ ছিল জুন ৩০ পর্যন্ত। এমন প্রবেশকারীদের মধ্যে যারা গত মাসের শেষদিন পর্যন্ত নিবন্ধন করেননি, কেবল তাদেরই গ্রেফতার করা হচ্ছে অভিযানে। আর যারা বৈধ পথে প্রবেশ করেছে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে অবৈধ হয়েছে, তারা রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৈধ হওয়ার সুযোগ পাবেন।’
ওই সূত্রের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দুই লাখেরও বেশি মানুষ রি-হায়ারিং প্রোগ্রামের আওতায় আবেদন করেছেন। তারা আগামী তিন থেকে পাঁচ বছর কোনও ঝামেলা ছাড়াই মালয়েশিয়াতে অবস্থান করতে পারবেন। মালয়েশিয়ান কর্তৃপক্ষ অবৈধদের বৈধ হওয়ার জন্য দুই বছর সময় দিয়েছে এবং এ সময়ের মধ্যে যারা বৈধ হবে না, তাদের দেশে ফেরত যেতে হবে বলেও জানায় ওই সূত্র।

আরও পড়ুন-

মালয়েশিয়ায় তিন দিনে ৭৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অনিশ্চয়তার মুখে কয়েক লাখ শ্রমিক

/এসএসজেড/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
ঈদ উপলক্ষে বাজারে এলো ওয়ালটনের বিদ্যুৎসাশ্রয়ী পণ্য
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
মালয়েশিয়ায় পুলিশ স্টেশনে হামলা, ২ কর্মকর্তা নিহত
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি সই
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
দেশের উন্নয়নের বিষয়টি বিএনপির সহ্য হচ্ছে না: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক
শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বিতর্ক